Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা চিকিৎসায় অন্য রোগের ৩ ওষুধ নিয়ে পরীক্ষা করবে হু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বর্তমানে অন্য রোগের চিকিৎসায় ব্যবহার হচ্ছে, এমন তিনটি ওষুধ করোনা ভাইরাসের বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা তার পরীক্ষা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। বুধবার জেনেভায় এ সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস।

সেখানে তিনি বলেছেন, তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে নতুন নতুন চিকিৎসা বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ম্যালেরিয়ায় মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ব্যবহৃত আর্তেসুনেট, নির্দিষ্ট ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ইমাতিনিব এবং রোগ প্রতিরোধ ব্যবস্থ বিঘœ করার মতো অবস্থার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ইনফ্লিক্সিমাব নিয়ে পরীক্ষা করা হবে। তিনি আরো বলেছেন, এসব ওষুধ নিয়ে পরীক্ষা ও তার মূল্যায়ন করছেন বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ প্যানেল।

এই পরীক্ষা ‘সলিডারিটি প্লাস’ নামে পরিচিত। বিশ্বে ৫২টি দেশের কমপক্ষে ৬০০ হাসপাতালের হাজার হাজার গবেষককে এতে জড়িত করা হবে। এই প্রক্রিয়ায় যেসব সরকার, হাসপাতাল, গবেষক এবং রোগী অংশ নিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। একই সাথে এই পরীক্ষায় ব্যবহৃত ওষুধ উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠান ইপকা ল্যাবরেটরিজ, নোভার্টিস এবং জনসন অ্যান্ড জনসনকে ওষুধ দান করে পরীক্ষায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। সংস্থাটির মহাপরিচালক বলেছেন, এই পরীক্ষার প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে গত বছর। এতে ৩০টি দেশের ৫০০ হাসপাতালে ১৩০০০ রোগীর ওপর করোনার চারটি চিকিৎসা পদ্ধতি পরীক্ষা করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, প্রাথমিক ফলে ওই পরীক্ষায় কোনো পদ্ধতিই কার্যকর প্রমাণিত হয়নি। আগামী মাসে ওইসব পরীক্ষার চ‚ড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরো বলেছেন, গত সপ্তাহে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ কোটি রেকর্ড করার পরই এই নতুন চিকিৎসা নিয়ে গবেষণার পরিকল্পনা হয়। উল্লেখ্য, ৬ মাস আগে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ কোটি। কিন্তু ৬ মাসে আরও ১০ কোটি বৃদ্ধি পেয়ে তা এখন ২০ কোটির ওপরে। টেডরোস আধানম ঘেব্রেয়েসাসের মতে, এই হারে যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে আগামী বছরের শুরুতে আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যাবে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হু

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ