Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবান ঠেকাতে আফগান সরকারের ৩ ধাপের পরিকল্পনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ২:৫২ পিএম

তালেবানদের অগ্রযাত্রা ঠেকাতে তিন ধাপের পরিকল্পনা প্রকাশ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুল সাত্তার মির্জাকওয়াল। এর অংশ হিসেবে স্থানীয় গোষ্ঠীগুলোকে সশস্ত্র করছে বলে জানিয়েছে আফগান সরকার। গতকাল বুধবার এক বিশেষ সাক্ষাৎকারে আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুল সাত্তার মির্জাকওয়াল।
সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুল সাত্তার মির্জাকওয়াল সংবাদমাধ্যমটিকে জানান, গত এক সপ্তাহের মধ্যে তালেবান আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানী দখলের পর দেশটির সরকারি বাহিনী প্রধান মহাসড়ক, বড় শহর ও সীমান্তগুলোর নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছে।
মাসখানেক আগে দেশের এক লাখ ৩০ হাজার সদস্যের শক্তিশালী পুলিশ বাহিনীর দায়িত্ব নেওয়া মির্জাকওয়াল আরও জানান, সরকার স্থানীয় স্বেচ্ছাসেবী মিলিশিয়াদের সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, 'আমরা তিন পর্যায়ে কাজ করছি। প্রথমটি হলো সরকারি বাহিনীর পরাজয় বন্ধ করা, দ্বিতীয়টি হলো আমাদের বাহিনীকে আবারো একত্রিত করে শহরগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা। আর তৃতীয়টি হলো আক্রমণাত্মক কার্যক্রম শুরু করা। এই মুহূর্তে আমরা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি।'
এছাড়া যে সব সৈন্যরা পদত্যাগ করেছিলেন তাদেরকে স্বপদে ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি।
গত তিন মাসে তালেবানরা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে এবং গত সপ্তাহে তারা প্রাদেশিক রাজধানী দখল করতে শুরু করে। গতকাল পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র তাদের সৈন্য প্রত্যাহারের পর দেশের অন্তত ৪০০টি এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে। আমাদের উড়োজাহাজের স্বল্পতা আছে। হেলিকপ্টারগুলো আহত ও নিহত সৈন্যদের পরিবহনে ব্যস্ত থাকছে।'
তিনি জানান, কেন্দ্রীয় সরকার তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে সেখানকার নানা সম্প্রদায়ের লোকদের নিয়োগ ও তাদেরকে অস্ত্র দিতে স্থানীয় নেতাদের ক্ষমতা দিচ্ছে।
মির্জাকওয়াল বলেন, 'এই সম্প্রদায়গুলোর লোকজন প্রেসিডেন্ট ও সরকারকে তাদের পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। সরকারি বাহিনীর সঙ্গে তারাও তালেবানের বিরুদ্ধে লড়াই করবে।'
তিনি আরও বলেন, 'এই মিলিশিয়া বাহিনীদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আছে। কিন্তু, তাদের সব সদস্যকে পর্যায়ক্রমে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত করা হবে।'
আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। এ পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো-সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া তালেবান। লক্ষ্য অর্জনে সরকারি সেনাদের বিরুদ্ধে তালেবান তাদের অভিযান জোরদার করেছে। তারা একের পর এক এলাকা দখল করে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। সূত্র : রয়টার্স, আল জাজিরা



 

Show all comments
  • TAYEBUR RAHMAN ১২ আগস্ট, ২০২১, ৩:৪৩ পিএম says : 0
    দেশ প্রেমিক ইসলাম প্রেমিক সরকার ই ভাল
    Total Reply(0) Reply
  • MOH MANIRUJJAMAN JAMADDER ১২ আগস্ট, ২০২১, ৩:৫৯ পিএম says : 0
    O ALLAH STOP THE FITHING AMONG THE MUSLIMS.
    Total Reply(0) Reply
  • J a N N a T U L M a L I H a ১২ আগস্ট, ২০২১, ৪:৫০ পিএম says : 0
    ক্ষমতার লোভে খাল কেটে হলেও কুমির আমদানি করার চিন্তা।
    Total Reply(0) Reply
  • Redwan Ahmed ১২ আগস্ট, ২০২১, ৪:৫১ পিএম says : 0
    তালেবানের কিছুই করতে পারবেনা ইনশাআল্লাহ!
    Total Reply(0) Reply
  • Ab Rashid ১২ আগস্ট, ২০২১, ৪:৫১ পিএম says : 0
    তালেবান ক্ষমতায় আসলেই খাটি ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইনশাল্লাহ
    Total Reply(0) Reply
  • M A Hasmot Ullah ১২ আগস্ট, ২০২১, ৪:৫২ পিএম says : 0
    আসল কথা হলো। সাধারণ আফগানীরা তালেবানদের ই চায়। তাই তাদের জয়জয়কার চলছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ