Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে ভারতীয়রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

দিন দিন ভারতীয়দের জন্য নরকে পরিণতি হচ্ছে আফগানিস্তান। সেই পরিপ্রেক্ষিতেই ভারতীয় সরকার তাদের নাগরিকদের সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে আফগানিস্তানে জেঁকে বসার যে চিন্তা ছিলো তাদের, সেখানে থেকে সরে এসেছে তারা। অনেক ভারতীয় নাগরিক আফগানিস্তান থেকে ইতোমধ্যে পালিয়ে গেছে বলে জানা যায়।
দিনে দিনে ক্রমেই খারাপ হচ্ছে আফগানিস্তানের অবস্থা। আরো বাড়ছে তালিবানদের অগ্রযাত্রা। এমতাবস্থায় কমবেশি বহু দেশই সেদেশে থাকা নিজ নাগরিকদের ফেরত পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। পাঠানো হচ্ছে বিশেষ বিমান। সে রাস্তাতেই হাঁটছে ভারতকেও। এদিকে এর আগেই সেদেশে থাকা একাধিক দূতাবাস থেকে বহু কর্মকর্তাকে ফিরিয়েছে ভারত। এবার মঙ্গলবারও সেই কাজ করছে নয়া দিল্লি। আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-এ-শরিফে থাকা ভারতীয়দের মঙ্গলবারের মধ্যেই সে দেশ ছেড়ে ভারতে চলে আসার নির্দেশ দেয় দিল্লি। এদিকে তথ্য বলছে, এই মুহ‚র্তে আফগানিস্তানে মোট দেড় হাজার ভারতীয় রয়েছেন। তবে মাজার-এ-শরিফ ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক কতজন রয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গত মাসেই কান্দাহার শহর থেকে ৫০ জন নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত।
মাজার-ই-শরিফ থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে অনুরোধ করা হয়েছে সেদেশে থাকা ভারতীয়দের। তারমধ্যে বেশিরভাগই ক‚টনৈতিক রয়েছে বলে খবর। এদিকে এর আগেও বেশ কয়েক দফায় জরুরি ভিত্তিতে ভারতীয় ক‚টনীতিকদের দেশে ফেরানো হয়েছে। এবার ফের সেই কাজ শুরু হচ্ছে বলেও জানা যাচ্ছে। মূলত তালিবান হামলার আবহেই আফগানিস্তান থেকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় ক‚টনীতিকদের। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মাজার-ই-শরিফের কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া এক টুইট বার্তায় লিখেছে, মাজার-ই-শরিফ থেকে একটি বিশেষ ফ্লাইট দিল্লির উদ্দেশে রওনা দেবে। মাজার-ই-শরিফ এবং এর বাইরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরার আহŸান জানানো হচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারেন ভারতীয় নাগরিকরা। সূত্র : টিওআই।



 

Show all comments
  • MD Fakrul Hassan ১২ আগস্ট, ২০২১, ১:০৫ এএম says : 0
    Good news for all Bangladeshi peoples!
    Total Reply(0) Reply
  • Hedayetullah Dalim ১২ আগস্ট, ২০২১, ১:০৫ এএম says : 0
    বাংলাদেশ ছেড়ে কবে পালাবে
    Total Reply(0) Reply
  • Anabia Mariam ১২ আগস্ট, ২০২১, ১:০৬ এএম says : 0
    ভারত কখনো প্রতিবেশি কোন দেশের বন্ধু হতে পারেনি।প্রতিবেশি দেশের উপর তাদের অতি লোভ,আগ্রাসী ভূমিকা,গোয়েন্দাগিরি আর দাঙ্গা লাগানোর অপচেষ্টা, ধর্ম বিদ্ধেষ ছড়ানো এবং দক্ষিন এশিয়ার মোড়ল হওয়ার লোভ তাদের ক্ষতি আর ভয়ের কারন।প্রতিবেশি এমন একটি দেশও কেউ দেখাতে পারবেনা যে দেশের জনগন ভারতকে পছন্দ করে।
    Total Reply(0) Reply
  • Rakib Miyaji ১২ আগস্ট, ২০২১, ১:০৬ এএম says : 0
    তাদের আছে শুধু মুভির এ্যাকশন বাস্তবে ০০০ এখন কলিজা পানি শুকিয়ে আসছে
    Total Reply(0) Reply
  • Sourav Bera ১২ আগস্ট, ২০২১, ১:০৭ এএম says : 0
    ভারত ২০০১ সাল থেকেআফগানিস্তানে ৩ বিলিয়ন ডলার নিবেশ করেছে, আফগানিস্তানে নদীর বাঁধ, লাইব্রেরী, সংসদ নির্মাণ করেছে। তালিবানের আসার পর সবই ডুবে যাবে মনে হয়।
    Total Reply(0) Reply
  • সামিউল হক শামীম ১২ আগস্ট, ২০২১, ১:০৭ এএম says : 0
    এই ভয়েই কাশ্মেরীদের অধিকার ফিরিয়ে দিয়েছ। ভারত ঠিকই বুঝতে পারছে যদি কাশ্মেরীদের অধিকার ফিরিয়ে না দেয় তাহলে কাশ্মেরী স্বাধিনতাকামী ও তা-লেবান মিলে ভারতকে দফারফা করবে। তবে এ আশাই করি সকল দেশের সব নির্যাতিত জাতীই মুক্তি পাক
    Total Reply(0) Reply
  • Nakib Ullah Mahbub ১২ আগস্ট, ২০২১, ১:০৭ এএম says : 0
    এতদিন ধরে পশ্চিমাদের উচ্ছিষ্টভোগী সরকারের সাথে মিলে তালে/বান আর আফগান জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার মাশুল দিতে হচ্ছে আরকি।
    Total Reply(0) Reply
  • Mominul+Hoque ১২ আগস্ট, ২০২১, ১০:৩৬ এএম says : 0
    ভারতে যদি ভারতীয় হিন্দুত্ববাদীরা কর্তৃত্ব করে তাহলে আফগানিস্তানেও আফগানিস্তানের জনগণের পছন্দের ব্যক্তিরা ও গোষ্ঠিরাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। বিদেশী প্রভূতের আশ্রীত কোন কুকুরকে কোন জাতিই কোনদিন মেনে নেবেনা। ইতিহাস এটিই বলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ