Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীসহ দেশ ছেড়ে পালিয়েছেন আফগান অর্থমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৬:০৬ পিএম

আফগানিস্তানে একদিনে আরও ৩ টি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আকস্মিক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে ব্লুমবার্গকে বলেন, তালেবানের কাস্টমস দখলের পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পাচ্ছে। এ কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি জানান, আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা অবনতির কারণে স্ত্রীকে নিয়ে অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা বিদেশে চলে গেছেন।
তবে আফগান অর্থমন্ত্রী ঠিক কোন দেশে গেছেন খবরে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। আফগানিস্তানের সাবেক এই মন্ত্রী মঙ্গলবার এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কিছু বলেননি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের ৮৫ শতাংশ অঞ্চল দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

বুধবার আফগানিস্তানের আরো একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ সিটি দখলে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে পাঁচ দিনে আফগানিস্তানের আটটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

এর আগে মঙ্গলবার ফাইজাবাদ, পুল ই খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী দখল নেয় তালেবান যোদ্ধারা। এ নিয়ে ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
এদিকে বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানের নিয়ন্ত্রণে। সেখানকার নিরাপত্তায় নিয়োজিত কয়েকশ' সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন।

তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তও এখন তালেবানদের নিয়ন্ত্রণে। মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • ABDUR ROUF ১১ আগস্ট, ২০২১, ৬:১৬ পিএম says : 0
    GOOD
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১১ আগস্ট, ২০২১, ৬:৪৮ পিএম says : 0
    আলহামদুলিললাহ আলহামদুলিললাহ আলহামদুলিললাহ। মারহাবা মারহাবা পবিত্র তালেবান যোদ্ধা,ইসলামীক যোদ্ধা, ইসলামীক মুক্তি বাহিনী,ইসলামের পতাকা বহনকারী যোদ্ধা,ইয়া মারহাবা ইয়া মারহাবা তালেবান।
    Total Reply(0) Reply
  • Delowar ১১ আগস্ট, ২০২১, ৭:২৯ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ মারহাবা
    Total Reply(0) Reply
  • AKM AzizulBari TITAS ১২ আগস্ট, ২০২১, ১২:৫০ এএম says : 0
    WHY AN ORGANISATION LIKE TALIBAN IS DESTROYING THE GOVERNMENT FORCE WHICH IS WHICH IS EQUIPPED WITH MODERN WEAPONNS AND TRIANED BY INTERNATIONAL WELL REPUTED REKNOWEND FORCE?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ