Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিলে আরো ৬ জন, নতুন শনাক্ত ৩৮৯

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৫:৩৫ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ হার কিছুটা কমলেও বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল,পটুয়াখালী ও ভোলাতে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভোলা শহরে দুজন এবং বোরহানউদ্দিন উপজেলাতে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল সদর উপজেলার সাহেবের হাটে ৭৪ বছর বয়স্ক একজন ও পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭০ বছরের আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৫৬৯ জনে উন্নীত হল।

আর গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৪২ জনে। যারমধ্যে চলতি মাসের ১১দিনেই ৫ হাজার ৯১৩ জন আক্রান্তের মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী গড় শনাক্তের হার ২২.৩১%। আগেরদিন ১,৭৫৫ জনের নমুনা পরীক্ষায় সনাক্তের সংখ্যা ছিল ৬৬৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।

গত ২৪ ঘন্টায় মহানগরীতে ৬১ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫২। এনিয়ে বরিশালে ১৬ হাজার ৩২৩ জন আক্রান্তের মধ্যে ১৮৮ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ।

দ্বীপজেলা ভোলার পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগজনক। জেলাটিতে গত ২৪ ঘন্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় ৪ জন সহ মোট মারা গেছেন ৬৪ জন। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩০৯। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ৩১৯ জনের নমুনা পরীক্ষায় আরো ৪৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। জেলাটিতে এপর্যন্ত ৫ হাজার ৪৩৫ জন আক্রান্তের মধ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় মাত্র ১০৩ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ হাজার ৮৯৪ জন আক্রান্তের মধ্যে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে ৩ হাজার ৪১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। মৃত্যু হয়েছে ৭৬ জনের। জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.২৪%। ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলাটিতে এ পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জন করোনা সংক্রমণের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে সংক্রমণ হার এখনো দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ২৭.০৮%।

গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় এযাবতকালের সর্বাধিক সংখ্যক ৮৭৮ জন সহ সর্বমোট ২২ হাজার ৪৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে বলা হয়েছে। সুস্থতার হার ৫৪.৭৮%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ