Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের নবম প্রাদেশিক রাজধানীও তালেবানের দখলে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ২:৪২ পিএম

আফগানিস্তানের ৩৪ প্রাদেশিক রাজধানীর মধ্যে তালেবান ৯টি দখল করে নিয়েছে। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাদের হাতে নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ চলে এসেছে।


মঙ্গলবার তালেবান তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে। এগুলো হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ফারাহ নগরী, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুমরি নগর ও প্রত্যন্ত বাদাশশান প্রদেশের ফৈজাবাদ। স্থানীয় সূত্রগুলো আল জাজিরার কাছে তিন নগরীর পতনের বিষয়টি নিশ্চিত করেছে।

ফারাহ প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার বিকেলে সংক্ষিপ্ত লড়াইয়ের পর তালেবান বাহিনী ফারাহ নগরী দখল করে নিয়েছে। তারা গভর্নরের অফিস ও পুলিশ সদরদফতরও দখল করেছে।

তালেবান প্রদেশটির কেন্দ্রীয় কারাগারও দখল করেছে বলে পার্লামেন্ট সদস্য আবদুল নাসরি ফারাহি জানান।
তালেবানের হাতে চলে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজধানী হচ্ছে ফারাহ। শুক্রবার পাশের নিমরোজ প্রদেশের রাজধানী দখল করেছিল তালেবান।

ফারাহ প্রদেশের সাথেও ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে।
আবুবার জানিয়েছেন, স্থানীয় নিরাপত্তা বাহিনী নগরীর বাইরের এক সেনা ঘাঁটির দিকে চলে গেছে।


তালেবান বাহিনী মঙ্গলবার পুল-ই-খুমরি দখল করে। নগরীটি কাবুল থেকে মাত্র ১২৫ মাইল দূরে অবস্থিত।
এই বিজয় বেশ তাৎপর্যপূর্ণ। আল জাজিরার রব ম্যাকব্রাইড রাজধানী কাবুল থেকে বলেন, এর ফলে খোদ কাবুল এখন নিরাপত্তাগত ঝুঁকিতে পড়ে গেল।
তালেবান এখন পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে নয়টির রাজধানী দখল করেছে।
ইইউর সিনিয়র এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তালেবান বাহিনী এখন দেশটির ৬৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা আরো ১১টি প্রাদেশিক রাজধানী দখল করার পর্যায়ে রয়েছে। তারা এখন চেষ্টা করছে কাবুল যেন উত্তর থেকে আর কোনো সহায়তা না পায়।

সূত্র : আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমস



 

Show all comments
  • Abdur Rob ১১ আগস্ট, ২০২১, ৭:০২ পিএম says : 0
    ইসলাম অনেকদিন ধরে নিগৃহীত নিষ্পেষিত মানুষ জুলুমের কারণে আল্লাহর পানে অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিল আল্লাহ মুমিনদের সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন ছাত্রদের মাধ্যমে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ