মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের আরও একটি প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। এ নিয়ে শুক্রবার থেকে সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেশটির আটটি প্রদেশের রাজধানীর পতন হলো। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, মঙ্গলবার বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এটিসহ আটটি প্রদেশের রাজধানী তালেবান দখল করে নিল। এদিন ফারাহ প্রদেশের রাজধানীও দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।
পুল-ই-খুমরির একজন সেনা কর্মকর্তা এবং পার্লামেন্টের একজন সদস্য এএফপিকে বলেন, মঙ্গলবার কাবুলের ১২৫ মাইল উত্তরে অবস্থিত বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখলে নেয় তালেবান।
সংসদ সদস্য মামুর আহমাদজাই বলেন, দুই ঘণ্টার লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরাজিত হয়ে পালিয়ে যান।
ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বলেন, মঙ্গলবার বিকালে তালেবানের সদস্যরা ফারাহ শহরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সামান্য সংঘর্ষ হয় তাদের। এর পর তারা গভর্নরের কার্যালয় এবং পুলিশ হেডকোয়ার্টার দখলে নেয়।
সংসদ সদস্য আবদুল নাসরি ফারাহি বলেন, তালেবান প্রদেশের কেন্দ্রীয় কারাগার দখলে নিয়েছে।
ফারাহ হচ্ছে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার দখল নিল তালেবান। এর আগে গত শুক্রবার তালেবান নিমরোজ প্রদেশের রাজধানীর দখল নেয়।
এর আগে সামানগান, নিমরোজ, জাওযজান, কুন্দুজ, সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান। সূত্র : আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।