Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাবির ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক রাশেদা

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৫:১৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে ট্রেজারার পদে নিয়োগ করা হলো।

ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।

এই প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমি সৎ ও নিষ্ঠার সাথে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।’

প্রসঙ্গত, গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের মেয়াদ শেষ হয়। ৯ জুলাই তিনি উপ-উপাচার্যের দায়িত্ব নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ