মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলো বিশ্বের সবচেয়ে ছোট্ট শিশু কেউইক ইউ জুয়ান। ১৩ মাস ধরে নিবিড় চিকিৎসার পর অবশেষে সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। এক বছর আগে নির্ধারিত সময়ের প্রায় ১৫ সপ্তাহ আগেই জন্মানো জুয়ানের ওজন ছিল একটি বড় সাইজের আপেলের সমান। মাত্র ২১২ গ্রাম এবং লম্বায় ছিল মাত্র ২৪ সেন্টিমিটার। এখন তার ওজন ছয় কেজির সামান্য বেশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে সোমবার প্রকাশিক এক প্রতিবেদনে বলা হয়, এর আগে জন্মের সময় সবচেয়ে কম ওজনের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের একটি মেয়ের। তার ওজন ছিল ২৪৫ গ্রাম। শিশু জুয়ানের মা প্রি-একলাম্পসিয়ায় ভুগছিলেন। এ রোগে রক্তচাপ এত বেড়ে যায় যে তা দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে এবং গর্ভবতী মা-শিশু দুজনের জন্যই প্রাণঘাতী হতে পারে। তাই একটি জরুরি সার্জারির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়। সেই হাসপাতাল বলেছিল, শিশুটি বেঁচে থাকার সুযোগ সীমিত। এরপর টানা ১৩ মাস তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। সেখানে ডাক্তারের নিবিড় চিকিৎসা আর মহান সৃষ্টিকর্তার অসীম দয়ায় বাড়ি ফিরলো শিশুটি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।