পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর চকবাজার উর্দু রোডে ছিনতাই করে পালানোর সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উর্দু রোডে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম জয় (২০)। পুলিশ জানিয়েছে, জয় ছিনতাইকারী দলের সদস্য ছিলেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, গত শনিবার রাতে চকবাজারের উর্দু রোড এলাকায় রিয়াজ উদ্দিন নামের এক নিরাপত্তারক্ষী রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় ছয় থেকে সাতজনের একটি দল তার কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় জয় নামের এক তরুণ কাভার্ডভ্যান চাপায় মারা যান। ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
কবির হোসেন জানান, নিহত জয়ের নামে থানায় আগে থেকেই মামলা ছিল। তার লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত জয়ের চাচাতো ভাই মো. সাগর জানান, জয় পরিবারের সঙ্গে উর্দু রোডে নিজেদের বাসায় থাকতো। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলো সে। তার বাবার নাম শামসুদ্দিন জুম্মন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।