মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের টিকা নেয়া ব্যক্তিরাও টিকা না নেওয়া ব্যক্তিদের মতোই অন্যদের মধ্যে ভাইরাসটির অতিমাত্রায় সংক্রামক ধরন ডেল্টার বিস্তার ছড়াতে পারেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন পাবলিক হেলথ ইংল্যান্ডের বিজ্ঞানীরা।
পাবলিক হেলথ ইংল্যান্ডের বিজ্ঞানীদের মতো গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিল, ডেল্টায় আক্রান্ত টিকা নেওয়া মানুষ অন্য ধরনে আক্রান্তদের মতো নয়। তারা সহজেই বিস্তার ছড়াতে পারে।
করোনার টিকাগুলো বিশেষ করে দুই ডোজ ডেল্টায় আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর হওয়া ও মৃত্যু ঠেকাতে ভালো সুরক্ষা দেয় বলে প্রমাণ পাওয়া গেলেও টিকা নেওয়া মানুষজনের মাধ্যমে অন্যদের মধ্যে বিস্তার ছড়ায় কিনা সে সম্পর্কে খুবই কম তথ্য রয়েছে।
শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমাদের হাতে আসা প্রাথমিক কিছু প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, যারা কোভিড টিকা নিয়েছেন এবং যারা টিকা নেননি তাদের উভয়ের শরীরে সংক্রমণ ঘটানো এই ভাইরাসের মাত্রা হয়তো সমান।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘টিকা নিয়েছেন বা নেননি সবার সংক্রমণ ছড়ানোর ওপর এটা প্রভাব ফেলতে পারে। যাইহোক, এটা হলো প্রাথমিক অনুসন্ধানমূলক বিশ্লেষণ এবং এটা নিশ্চিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন।’
অতিমাত্রায় ডেল্টার কারণে বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ধরন মূলত বিশ্বজুড়ে নতুন করে প্রকোপের জন্য দায়ী। উল্লেখ্য, জুন মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত বিশ্বে করোনার সংক্রমণ বেড়েছে ৬৮ শতাংশ। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।