পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স’র পরামর্শক কমিটি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ পরামর্শক কমিটি নিয়োগ দিয়েছিলো। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৪ জুন চার ব্যক্তির সমন্বয়ে অবৈতনিক এ ‹পরামর্শক কমিটি› নিয়োগ দেয় আইডিআরএ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অনিয়মের নিরীক্ষা ও রাজস্ব বকেয়া পরিশোধ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে এ কমিটি গঠন করা হয়।
পরামর্শক কমিটির সদস্যরা হলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, পুলিশের সাবেক মহা-পরিদর্শক শহীদুল হক, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এবং ডেল্টা লাইফের সাবেক উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন। কমিটির বৈধতা নিয়ে রিট করেন ডেল্টা লাইফের শেয়াহোল্ডার মঞ্জুর রহমান। শুনানি শেষে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে উপরোক্ত রায় দেন হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
আদেশের বিষয়ে এ আইনজীবী বলেন, আইডিআরএ ডেল্টা লাইফে ৪ সদস্যের যে অবৈতনিক পরামর্শক কমিটি দেয়, সেটাকে চ্যালেঞ্জ করে রিট করা হয়। এ প্রেক্ষিতে আদালত শুনানি নিয়ে পরামর্শক কমিটি বাতিল করে রায় দিয়েছেন। এদিকে গত ৭ ফেব্রুারি এক সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন তাদের কাছে ঘুষ দাবি করেছেন। সেইসঙ্গে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধ বিদ্বেষপূর্ণ আচারণেরও অভিযোগ করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে ডেলটা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান উপস্থিত ছিলেন। সেদিন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান অভিযোগ করেন যে, আইডিআরএর চেয়ারম্যান এক সময় ডেল্টা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এ জন্য উদ্দেশ্যমূলকভাবে ডেল্টা লাইফের ২০১৯ সালের অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশনের বেসিস অনুমোদন দেয়া হয়নি। মুখ্য নির্বাহী কর্মকর্তার নবায়ন অনুমোদন না দিয়ে এবং কোম্পানিকে নানা অজুহাতে অন্যায়ভাবে জরিমানা আরোপের হুমকি দিচ্ছেন আইডিআরএ চেয়ারম্যান বলেও অভিযোগ আনা হয়। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ বহিষ্কার করে প্রশাসক নিয়োগেরও হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। চাঁদা দাবির অভিযোগ তুলে চৌধুরী কামরুল আহসান বলেন, বিভিন্ন বিষয় সমাধানের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি কোম্পানির কাছে প্রথমে ২ কোটি, পরবর্তীতে ১ কোটি ও সর্বশেষ ৫০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। এ সংক্রান্ত অডিও ক্লিপ ও তথ্যাদি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আকারে দাখিল করা হয়েছে।
ডেল্টা লাইফ থেকে এ ধরনের অভিযোগ তোলার পর ১১ ফেব্রুয়ারি সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ। মাসিক ৪ লাখ টাকা সম্মানীতে আইডিআরএর সাবেক এই সদস্যকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে চার মাস না যেতেই গত জুনে তার নিয়োগ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। এ দফায় প্রশাসক হিসেবে নিয়োগ পান সাবেক যুগ্ম সচিব প্রফেসর মো. রফিকুল ইসলাম। তার সম্মানীও সুলতান-উল-আবেদীনের মতো রাখা হয়। তবে গত ১০ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশাসক পদ থকে পদত্যাগ করেন মো. রফিকুল ইসলাম। ফলে জীবন বীমা কোম্পানিটিতে আবারও নতুন প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। এ দফায় প্রশাসক হিসেবে নিয়োগ পান সাবেক সচিব ও আইডিআরএর সাবেক সদস্য মো. কুদ্দুস খান। নতুন প্রশাসকের সম্মানী ৫০ হাজার টাকা বাড়িয়ে করা হয় সাড়ে ৪ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।