Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সখিপুরে বাল্যবিয়ের ৯ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৯:২০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বাল্যবিয়ের ৯ মাস পর ঝর্ণা আক্তার (১৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (৭ আগস্ট) ভোর রাতে স্বামী শুভ আহম্মেদের (১৮) বাড়িতে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের এ ঘটনা ঘটে। শুভ ওই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মাস আগে শুভ আহম্মেদের সঙ্গে ভালুকা উপজেলার আঙগারগারা ডালুয়া গ্রামের জমশের আলীর মেয়ে ঝর্ণা আক্তারে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত ২ দিন আগে তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য চলছিল। পরে শনিবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে ঝর্ণা আত্মহত্যা করে।

সখিপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানায়, এটি বাল্যবিয়ের কুফল। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, বাল্যবিয়ের বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ