Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫১ সংবাদমাধ্যম বন্ধ আফগানিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

আফগানিস্তানে চলমান অস্থিরতার মধ্যে গত তিন মাসে মোট ৫১টি গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। টলো নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ। গত মঙ্গলবার আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, চারটি টেলিভিশন নেটওয়ার্কসহ ১৬টি গণমাধ্যম প্রতিষ্ঠান গত কয়েক সপ্তাহ ধরে কার্যক্রম বন্ধ রেখেছে। আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কাসিম ওয়াফায়েজাদা বলেছেন, এখন পর্যন্ত ৩৫ টি গণমাধ্যম তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, ৬ টির বেশি সংবাদমাধ্যম তালেবানদের হাতে পড়েছে এবং তাদের কার্যক্রম প্রকাশের জন্য ব্যবহার হচ্ছে। হিলমান্দ, কান্দাহার, বাদাখশান, তাখার, বাঘলান, সামানগান, বালখ, সার-ই-পুল, জাওজান, ফারইয়াব, নুরিস্তান এবং বাঘি এলাকায় ওই সংবাদমাধ্যমগুলোর কার্যালয়। জানা গেছে, চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত ১০০০ রিপোর্টার এবং গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে দেড় শতাধিক নারী রয়েছেন। এমনকি দুই সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এএনআই, ইয়াহু নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ