Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলাদেশ জিতবে’, আগেই বলেছিলেন মিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১২:১০ পিএম

দুই ম্যাচ বাকী থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৬ আগস্ট) পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ। বাংলাদেশ এই ম্যাচেও জিতবে-এমন ভবিষ্যদ্বাণী না-কি আগেই করেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

শুক্রবার (৬ আগষ্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি তো আগেই বলেছিলাম 'আজকেও বাংলাদেশ জিতবে'! অভিনন্দন বাংলার দামাল ছেলের দল। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো (টি-টোয়েন্টি) সিরিজ জিতে তোমরা আমাদের গর্বিত করেছো।’

এরআগে শুক্রবার (৬ আগষ্ট) বিকেলে ‘আজকেও বাংলাদেশ জিতবে’  একটি গণমাধ্যমের কাছে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে গণমাধ্যমে দেয়া সেই সাক্ষাৎকারে মিম বলছিলেন, ‘আমি সাধারণত খেলাধুলা তেমন দেখি না, বা বুঝিও না। তবে যখনই বাংলাদেশের খেলা হয়, আমি একটু হলেও দেখি। যত ব্যস্ততা থাকুক না কেন, সর্বোচ্চ চেষ্টা করি দেখার জন্য। নিজ দেশের জন্য শুভকামনা জানাই। বিজয়ে আনন্দিত হই, উল্লাস করি। পর পর দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তা অবিস্মরণীয়। আমি আশা করি আজও বাংলাদেশ জিতবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে। টাইগারদের জন্য আমার শুভকামনা থাকলো।’ 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিম

২৪ ফেব্রুয়ারি, ২০২০
২৪ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ