Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিম নেই, তবুও...

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে দলের মধ্যকার চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অথচ, এই ম্যাচে নেই চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। তাই ধারণা করা হচ্ছিল, চট্টগ্রামের তামিমভক্তরা হয়তো মাঠমুখো হবেন না। কিন্তু গতকাল টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। চট্টগ্রামের ক্রিকেট পাগল দর্শকরা টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম কাউন্টারে প্রথম দিনের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। তাই সহজেই অনুমেয় আজকের ম্যাচে গ্যালারি ভরা দর্শক সমাগম হবে।

চট্টগ্রাম ভেন্যুর পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, পশ্চিম গ্যালারি ১৫০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৫০০ টাকা। ইউসিবিএল ব্যাংকের অনলাইনে টিকিট বিক্রি হলেও গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম কাউন্টারে সকাল সাতটা থেকেই টিকিট কিনতে ভিড় জমান টাইগারভক্তরা। সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হলে লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিট কেনেন দর্শকরা। চারটি বুথ থেকে একজন দর্শককে সর্বোচ্চ দু’টি করে টিকিট কেনার সুযোগ দেয়া হয়। বেলা ১২টার মধ্যেই গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়। এদিকে, নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা বিটাক মোড় এলাকায়ও টিকিট বিক্রির একটি কাউন্টার খোলা হয়। সেখানেও ছিল টাইগারভক্তদের ভিড়। আজ ম্যাচ শুরুর আগ পর্যন্ত এই দুই কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৪ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ