প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ১২ মার্চ দিবাগত রাতে বেশ গোপনেই রাজধানীর সিক্স সিজনে তার আকদ সম্পন্ন হয় লাক্স তারকা মিম মানতাসার। বিয়ের পর থেকেই লাপাত্তা ছিলেন মিম। তার হাতে থাকা চলমান নাটকের নির্মাতারাও খুঁজে পাচ্ছিলেন না মিমকে। অবশেষে ৩১ মার্চ পাওয়া গেল তাকে। আবারও কাজে ফিরেছেন তিনি। পুবাইলে ঈদের নাটকের শুটিং করছেন তিনি।
বিয়ের পর সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে মিম বলেন, 'একদমই হারিয়ে যাইনি। আমি কিছুদিন ফোন এড়িয়ে চলেছি। কারণ আমি চাইনি বিয়ের বিষয়টি এখনই ভাইরাল হোক। আমাদের বিয়ের অনুষ্ঠান এখনো হয়নি, তাই সবাইকে জানাতে পারিনি।'
গোপনে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, 'অনেকেই মনে করেছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা একদমই ভুল। হুট করেই বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্তে। দ্রুত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবার সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় ছিলাম না। বিয়ের খবর জানানোর সুযোগও ছিল না। এরই মধ্যে আবার আমার পরীক্ষা ছিল। সব মিলিয়ে কয়েকটা দিন বিনোদন অঙ্গনের অনেকের কাছ থেকে দূরে ছিলাম। এখন আমাদের আকদ হয়েছে। যখন প্রোগ্রাম করব, তখন সবাইকে বলব। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে সংসার করতে পারি।’
মিম আরও বলেন, ‘আমার আকদ হচ্ছে, এটা সবাইকে জানানোর মতো কোনো খবরই মনে হয়নি। ভেবেছিলাম মূল অনুষ্ঠানের সময় ঘটা করে সবাইকে বিয়ের খবর দেব। তাছাড়া বিয়ের আগে থেকেই আমার পরীক্ষা চলছিল, এটা শুটিং ইউনিটের সবাইকে জানিয়েছিলাম। আমি চাইলেও শুটিং করতে পারতাম না। বিয়ে ও পরীক্ষার কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সবার সঙ্গে কথা হয়েছে। সবার ভুলও ভেঙেছে।’
বর্তমানে পুবাইলে জাহিদ হাসানের সঙ্গে মিম অংশ নিয়েছেন ‘বুড়ো জামাই টু’ নাটকের শুটিংয়ে। এই নাটকের ‘জামাই’ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান।
প্রসঙ্গত, মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি। অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও বিশেষ দিবসে বৈচিত্রময় গল্পে পর্দায় হাজির হন মিম। আসছে ঈদের বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।