Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিডিসি ফাইন্যান্স-এর উচ্ছ্বাসের অগ্রদূত হলেন তামিম ইকবাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৫:১৭ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল আইপিডিসি ফাইন্যান্স-এর উচ্ছ্বাসের অগ্রদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। গত ১০ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তির ব্যাপারে গতকাল একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। আয়োজনে তামিম ইকবাল মহামারির মাঝেও আইপিডিসি-র সুদৃঢ় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হওয়ার ব্যাওয়ারে প্রশংসা করেন এবং মহামারি শুরুর পর থেকে করোনা মোকাবিলায় আইপিডিসি-র নেওয়া বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানান।

আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম তামিম ইকবাল-এর সাথে এই চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আইপিডিসি দেশের সবচেয়ে উদ্যমী আর্থিক ব্র্যান্ড, যার লক্ষ্য যুব, নারী এবং সুবিধাবঞ্চিতদের কল্যাণ নিশ্চিত করা। তরুণদের মধ্যে পরিবর্তন আনার যে স্পৃহা ও সাহস রয়েছে, আইপিডিসি সেই চেতনাকে অনুপ্রাণিত করতে চায়। তাই আইপিডিসি সবসময়ই তারুণ্যের ইতিবাচকতাকে ধারণ করতে চায়। আর তামিম ইকবাল সেই দুর্বার তারুণ্যের প্রতীক। দীর্ঘ সময় ধরে তামিম ইকবাল দেশের জন্য অসাধারণ নিবেদন দেখিয়ে আসছেন। বিশ্বের সেরা সব শক্তির সামনে বাংলাদেশও যে লড়াই করতে জানে, জাতির জন্য বয়ে আনতে পারে উচ্ছ্বাস- সেই বিশ্বাস প্রতিষ্ঠায় তিনি অন্যতম প্রধান একজন। আইপিডিসি আর্থিক সেবার মাধ্যমে দেশের মানুষের কাছে একই রকম নির্ভরযোগ্যতার অনুভূতি তৈরি করতে, জীবনের শত প্রতিবন্ধকতার মাঝেও উচ্ছ্বাস বয়ে আনতে নিরলসভাবে কাজ করে আসছে। তামিমের সাথে আইপিডিসি-র এই পথচলায় উচ্ছ্বাসের এই যাত্রা এগিয়ে চলবে আরো নতুন গল্প লিখে, এটাই আমাদের বিশ্বাস।'

আইপিডিসির ব্যবসায়িক সততা এবং গ্রাহক ব্যবস্থাপনা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে তামিম বলেন, 'একটি ব্র্যান্ডের বার্তাবাহক হিসেবে আমি আমার প্রতিটি বার্তার জন্য দায়বদ্ধ। জনগণের আর্থিক সিদ্ধান্তের সাথে সম্পৃক্ততায় সেটি আরও বেশি সত্য। আইপিডিসি দ্রুততম, শক্তিশালী, সমাজসচেতন এবং একই সাথে গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রমাণিত করায় আমি আত্মবিশ্বাসের সাথে প্রতিষ্ঠানটির সাথে থাকার সিদ্ধান্ত নিতে পেরেছি।'

এর আগে গত মাসে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর সাথে পার্টনাশিপের মেয়াদও বর্ধিত করেছে আইপিডিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিডিসি-তামিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ