Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেবি বাম্পের ছবির রহস্য জানালেন মিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১:৪৮ পিএম

বৃহস্পতিবার (১৭ জুন) মডেল-অভিনেত্রী মারিয়া মিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অন্তঃস্বত্ত্বা অবস্থার একাধিক ছবি। এরপর থেকেই একের পর এক মন্তব্য জমতে থাকে কমেন্ট বক্সে। শুরু হয় কানাঘুষা, মিমের ডিভোর্স হয়েছে দুই বছর। তিনি এরপর বিয়েও করেননি।  তাহলে মা হচ্ছেন কীভাবে? আবার কেউ কেউ তাকে অভিনন্দনও জানিয়েছেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে মিম বলেন, ‘ওটা একটা এলপিজি গ্যাসের বিজ্ঞাপনের স্থিরচিত্র। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আতাহার আবরার। আশুলিয়ার প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পটে সম্প্রতি এটির কাজ শেষ করেছি।’

তিনি আরো জানান, ‘বেবি বাম্পের ছবিগুলো মজা করে ফেসবুকে ছেড়েছি। এরপর থেকে বন্ধু-বান্ধবসহ শত শত মানুষের মেসেজ ও ফোন কল পাচ্ছি। মাও ফোন দিয়ে রাগ দেখালেন। তবে আমার বিয়ে করা বা আবার মা হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি একাই থাকতে চাই। একাই জীবনটা উপভোগ করছি। বিজ্ঞাপনের গল্পের কারণে এমন লুক নিতে হয়েছে আমাকে।’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে ছোট পর্দার কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন কানাডিয়ান প্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ২০১৩ সালের ২৫ জুন এই দম্পতি ছেলে সন্তানের অভিভাবক হন। কিন্তু টেকেনি তাদের সংসার। ২০১৯ সালে আলাদা হয়ে যান সিদ্দিক ও মিম। সিদ্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি বিয়েও করেননি। ছেলেকে নিয়ে মিম একাই ঢাকায় থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ