Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৯:৩৮ এএম

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫৬৩ জনের। যে ১৪ জন মারা গেছেন তাদের মধ্যে চান্দিনা ও বরুড়ায় তিনজন করে এবং কুমিল্লা সিটি করপোরেশন, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, লালমাই, নাঙ্গলকোট, মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৮৬জনে।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬৩ জনের করোনা শনাক্ত করা হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৩৫০ জনে। আক্রান্তের হার ৩২ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৩ জন, আদর্শ সদরের একজন, সদর দক্ষিণের সাতজন, বুড়িচংয়ের ৫৮ জন, ব্রাহ্মণপাড়ার ২৪ জন, চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ১৯ জন, দেবীদ্বারের ১৫ জন, দাউদকান্দির ৩২ জন, লাকসামের ছয়জন, লালমাইয়ের ২২ জন, নাঙ্গলকোটের ৫৫ জন, বরুড়ার ১৯ জন, মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৮২ জন, মেঘনার ১৮ জন ও তিতাসের ১৪ জন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ