গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলো গার্ড কনস্টেবল মেহেদী হাসান গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার বিকাল তিনটার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মেহেদী নিজের বন্দুকে গুলিতেই নিহত হয়েছেন। এটা দুর্ঘটনা বা আত্মহত্যাও হতে পারে বলেও ধারণা করছেন কর্মকর্তারা। সংবাদ পেয়ে রমনা থানার এসআই ছালামসহ নিহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। পরে বিকাল পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ডিউটিরত অবস্থায় তার (মেহেদী) রাইফেল থেকে গুলি হয়েছে। এটা হতে পারে সুইসাইডাল বা এক্সিডেন্টাল। তবে সুইসাইড হওয়ার সম্ভাবনা বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।