Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বুস্টার ডোজসহ চীনা টিকাধারীদের গ্রহণ করবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

চীনের ডাবল ডোজ ভ্যাকসিন দেয়া বিদেশি ভ্রমণকারীদের তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সউদী আরব, যদি তারা দেশটির অনুমোদিত অপর চারটি ভ্যাকসিনের মধ্যে কোন একটির বুস্টার ডোজ গ্রহণ করে থাকে। দেশটির ই-ভিসা ওয়েব পোর্টাল সূত্রে একথা জানা গেছে।

পোর্টালের নির্দেশিকাগুলোর মধ্যে একটিতে বলা হয়েছে, ‘যেসব অতিথি চীনের সিনোফার্ম বা সিনোভ্যাক ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছেন তারা যদি সউদী আরবের অনুমোদিত চারটি ভ্যাকসিনের একটির অতিরিক্ত ডোজ নিয়ে থাকেন তবে তাদের দেশটিতে গ্রহণ করা হবে’। সিদ্ধান্তটি অনুসরণ করে দেশটি গত ১ আগস্ট আন্তর্জাতিক ভিজিটরদের জন্য সউদী আরব তার দরজা খুলে দিয়েছে। তবে শর্ত থাকে যে, তাদের ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না বা জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন গ্রহিতা হতে হবে। পোর্টালের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘বৈধ পর্যটন ভিসা নিয়ে দেশে আগত সকল দর্শনার্থীদের অবশ্যই বর্তমানে স্বীকৃত চারটি ভ্যাকসিনের একটির সম্পূর্ণ কোর্স গ্রহণের প্রমাণ দিতে হবে। এগুলোর মাত্রা হচ্ছে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার/বায়োটেক বা মডার্না ভ্যাকসিনের দুটি ডোজ অথবা জনসন এবং জনসন উৎপাদিত ভ্যাকসিনের এক মাত্রা।

সউদী আরব গত সপ্তাহে ঘোষণা করেছিল যে, করোনাভাইরাস মহামারির কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সম্পূর্ণ টিকা দেওয়া বিদেশী পর্যটকদের জন্য তার সীমানা পুনরায় চালু করছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছিল যে, সউদী অনুমোদিত জ্যাবের সাথে সম্পূর্ণভাবে ভ্যাকসিন নেয়া ভ্রমণকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সময়ের প্রয়োজন ছাড়াই’ দেশটিতে প্রবেশ করতে পারবেন, যদি তাদের কাছে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট হয় এবং স্বাস্থ্য বিভাগে নথিভুক্ত করা হয়।

সা¤প্রতিক বছরগুলোতে, রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে শুরু থেকেই পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্যে কোটি কোটি টাকা ব্যয় করেছে। দেশটি দর্শনার্থীদের আকৃষ্ট করার উচ্চাভিলাষী পদক্ষেপের অংশ হিসাবে ২০১৯ সালে প্রথমবারের মতো পর্যটক ভিসা প্রদান শুরু করে। সূত্র : ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ