মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের চলমান তুমুল লড়াইয়ের মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে প্রাদেশিক রাজধানী হেরাত, কান্দাহার ও লস্করগাহ (হেলমান্দ) নিয়ন্ত্রণে তুমুল লড়াই চলছে।
জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর শুরু হয় বন্দুকধারীদের গুলিবর্ষণ।
এ সময় আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বন্দুকধারী নিহত হয় বলে জানিয়েছে আলজাজিরা।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, হামলার সময় বাড়িতে ছিলেন না ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। তার পরিবারের সদস্যরাও অক্ষত রয়েছেন।
তবে বাসভবনের নিরাপত্তা কর্মীদের কয়েকজন আহত হয়েছেন বলে আলজাজিরাকে জানিয়েছেন বিসমিল্লাহ খান।
হামলাকারীরা ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত নিরাপত্তা সুরক্ষিত ওই এলাকায় বাঘলান প্রদেশের এক আইনপ্রণেতার (এমপি) বাসভবনেও প্রবেশ করেন। তবে তিনি ওই সময় সেখানে ছিলেন বলে জানান এমপি আজিম মোহসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।