মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণিকে তালেবানরা বলেছে- আপনার সময় ফুরিয়ে গেছে। যুদ্ধের ঘোষণা, অভিযোগ, মিথ্যা আর দীর্ঘস্থায়ী হবে না। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত সোমবার এক টুইটে এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো বলেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে জাতি। এ সময় তিনি আশরাফ গনির বক্তব্যকে কান্ডজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছেন। একে নিজের আতঙ্ক ও করুণ পরিণতি নিয়ন্ত্রণের চেষ্টা বলেও অভিহিত করেন জাবিহুল্লাহ। তিনি এ প্রতিক্রিয়া দেয়ার আগে পার্লামেন্টে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আশরাফ গনি।
তিনি দেশে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির জন্য দায়ী করেন যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে। এসময় আশরাফ গনি আরো বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে তার সরকারের। দেশটিতে কয়েকদিনে তালেবানদের তৎপরতা, বিভিন্ন এলাকা দখলে নেয়া প্রসঙ্গে তিনি পার্লামেন্টে এসব কথা বলেন। এর জবাবে ওই তালেবান মুখপাত্র এসব কথা বলেন। সূত্র : লেটেস্টলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।