মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘কাশ্মীরে সেনা-পুলিশ-নিরাপত্তা বাহিনীর ওপর যারা পাথর ছুড়বে তাদের পাসপোর্টে অনুমোদন এবং অন্যান্য সরকারি পরিষেবা দেয়া হবে না। এমনকি সরকারি চাকরিও তারা পাবেন না।’ হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাথর নিক্ষেপকারীদের শায়েস্তা করতে নতুন এ নির্দেশিকা জারি করেছে সিআইডি।
সিআইডির এসএসপি, কাশ্মীর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে সব বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাথর নিক্ষেপকারী এবং অন্যান্য অপরাধে যুক্ত কেউ যে রাজ্যের সুরক্ষা লংঘন করেছে তাদের পাসপোর্ট ভেরিফিকেশন করা হবে না। স্থানীয় থানায় পুলিশের খাতায় রেকর্ড থাকলেই আর কোনো পরিষেবা পাওয়া যাবে না। সিসিটিভি ফুটেজ, ফটোগ্রাফ, ভিডিও এবং অডিও ক্লিপ, ড্রোন ছবির মতো ডিজিটাল প্রমাণ পেলেই এ ব্যবস্থা নেবে পুলিশ। কয়েক বছর ধরেই জম্মু-কাশ্মীরের যুবকরা অভিযোগ করে আসছেন, সরকারি চাকরি পাওয়ার জন্য তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের নামে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন নিয়মের কারণে তারা যোগ্য প্রার্থী হয়েও চাকরি পাচ্ছেন না। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।