Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে আইএসের হামলায় পুলিশ সদস্যসহ নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ইসলামিক স্টেটের (আইএস) পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন ইরাকের পশ্চিম ও পূর্বাঞ্চলে। স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় ওই পুলিশ সদস্য এবং তার বাবা ও ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের পুলিশ কর্মকর্তা আবদুল সাত্তার আল দুলাইমি জানিয়েছে, হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। প্রাদেশিক পুলিশের আরেক কর্মকর্তা আব্বাস আল-নাদাবি বলেন, আইএস জঙ্গিরা পূর্ব প্রদেশ দিয়ালা প্রদেশের জালাওলা শহরের বাইরে একটি আবাসিক এলাকায় ইরাকি সেনাদের ওপর গুলি চালায়। ওই হামলায় একজন সৈন্য নিহত ও আহত হয়েছেন ছয়জন। ২০১৪ সালের জুন মাসে সিরিয়া ও ইরাক অধ্যুষিত অঞ্চলে নিজেদের খেলাফত ঘোষণা করে আইএস। তিন বছরের মাথায় মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর হাতে পরাজয়ের মধ্য দিয়ে আইএস খেলাফতের অবসান ঘটে। দ্য গার্ডিয়ান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ