Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোচাগঞ্জে সেতাবগঞ্জ চিনিকলের কর্মকর্তার আত্মহত্যা

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ২:৫৩ পিএম

চুরির মামলার ঘটনার পর আত্মহত্যা করলেন সেতাবগঞ্জ চিনিকলের সিডিএ মজেন্দ্র নাথ দেবশর্ম্মা।
জানা গেছে, গত ৩১ জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টায় উপজেলা রনগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত দলিরাম দেবশর্ম্মা ৩য় পুত্র তার বাড়ীর পশ্চিম পাশের্^ কাঁঠাল গাছে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন।
পরিবার সুত্রে জানা গেছে, তিনি সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন বনগাঁ খামারে খামার ইনচার্জের দায়িত্বে থাকা অবস্থায় তার কর্মস্থলের প্রায় দুই হাজার ট্রলি বালুমিশ্রিত মাটি চুরি হয়। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে এবং সেতাবগঞ্জ চিনিকলের এমডি বাদি হয়ে তাকে সহ ৬জনকে আসামী করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করে। এই ঘটনায় মৃত মজেন্দ্র নাথ দেবশর্ম্মা মানসিক ভাবে ভেঙ্গে পড়েন এবং লোকচক্ষুর আড়ালে আত্মহত্যা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহারোল সিনিয়র এসপি মোঃ রওশন আলী ও বোচাগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান নিহতের বাড়ীতে ঘটনার তদন্তে যান। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ