বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরস্কুল গ্রামে মফজল আহমদের বাড়ীতে গত শুক্রবার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু হলো লোকমান উদ্দিনের মেয়ে তাসনিয়া তাবাস্সুম (৫) ও তাঁর ভাগ্নি কাইবা (৩)।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সবার অজান্তে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশু দুইটি। পরিবারের লোকজন তাদের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন । পরে ঘরের পাশে পুকুর থেকে দুজনকে তুলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত শিশু তাসনিয়ার বাবা লোকমান উদ্দিন বলেন, তিনদিন আগে আমি বিদেশ থেকে এসেছি। দূর্ভাগ্যবশত এসেই আমার মেয়ে ও ভাগ্নিকে হারালাম।
এদিকে একই পরিবারের ২ শিশুকে হারিয়ে তাদের পরিবারে এখন শোকেরমাতম চলছে বলে জানাযায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।