বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে মীরসরাইয়ের নিম্নাঞ্চল। তবে এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। পানিতে ডুবে ক্ষতি হয়েছে আমন বীজতলার। ক্ষেতে খামারে কাজ করা সাধারণ মানুষগুলো অলস সময় পার করছে। অনেকে গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে।
পানিবন্দি হয়ে আছে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি গ্রামের প্রায় ১২০ পরিবার। অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ এবং পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ার এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, কাটাছরা, মিঠানালা, মীরসরাই সদর, মীরসরাই পৌরসভা, খৈয়াছড়া, , মায়ানী, ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ফেনাপুনি এলাকার বাসিন্দা ছায়েফ উল্লাহ বলেন, এই গ্রামে বৃষ্টি হলে বসতঘরে পানি ঢুকে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। একে তো লকডাউনে মানুষ বেকার। তার উপর পানি বন্দি হয়ে আছে এখানকার প্রায় ১২০ পরিবার। থাকা ও রান্না করতে অনেক কষ্ট হচ্ছে।
১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, পাহাড়ি ঢলে মাইজগাঁও, খাজুরিয়া, বড়কমলদহ, গাছবাড়িয়া গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ইউনিয়নের হাবিব উল্লাহ ভূঁইয়া সড়ক, নিজামপুর রেল ষ্টেশন সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নিজামপুর রেল ষ্টেশন সড়ক ও হাবিব উল্লাহ ভূঁইয়া সড়ক দিয়ে চলাচল করতে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে, মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, যে বৃষ্টি হয়েছে আশা করি ফসলের তেমন ক্ষতি হবে না। কারণ, পানি নিচের দিকে নেমে যাবে। যদি বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকে তাহলে রোপা আমনের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মুলত মানুষ অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ করায় বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। খৈয়াছড়ার ফেনাপুনি এলাকায় কিছু পরিবার পানিবন্দি রয়েছে বলে শুনেছি। তাদেরকে সরকারিভাবে সাহায্যের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।