Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে বন্যা, প্রাণহানি ‘২০০ ছাড়াতে পারে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১১:৫১ এএম | আপডেট : ৮:৩১ পিএম, ৩০ জুলাই, ২০২১

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির পর দেখা দেওয়া আকস্মিক বন্যায় প্রাণহানি ২০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় তালেবান নিয়ন্ত্রিত দুর্গম একটি গ্রামের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে কাদা ও ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়ে আছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে বন্যার সময় নুরিস্তান প্রদেশের ওই গ্রামটির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি। বৃহস্পতিবার রাত পর্যন্ত স্থানীয়রা নুরিস্তানের কামদেশ থেকে ৮০টির মতো লাশ উদ্ধার করতে পেরেছেন। নিখোঁজ এখনও শতাধিক।

সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে। তালেবান কর্মকর্তারা বলছেন, আকস্মিক এ বন্যায় অন্তত দেড়শ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে বলে আফগান এক সাংবাদিকের কাছে নুরিস্তানে কমর্রত এক প্রকৌশলী আশঙ্কা প্রকাশ করেছেন।

তালেবানরা জানিয়েছে, তারা বন্যাক্রান্ত এলাকায় নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়েছে। ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। আফগান সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া এ গোষ্ঠীটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আদৌ আছে কিনা, থাকলেও তা কতটা কার্যকর সে সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ