Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইলসের সাম্রাজ্য এখন লির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

মানসিক অবসাদে ভোগায় মেয়েদের জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনাল থেকে সরে গেছেন সিমোন বাইলস। তিও অলিম্পিকের চারটি সোনাজয়ী দলগত ইভেন্টেও তিনটি রোটেশনে খেলতে পারেননি। তার অভাবে সোনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যক্তিগত ইভেন্টে বাইলসের সরে যাওয়া যুক্তরাষ্ট্রকে অবশ্য ভোগায়নি। তার জায়গায় যিনি সোনা জিতেছেন তিনিও যে যুক্তরাষ্ট্রের। দলগত ইভেন্টে যুক্তরাষ্ট্রকে টানা সুনিসা লিই জিতেছেন অল অ্যারাউন্ডের সোনা। প্রথম দুটি ইভেন্ট ভল্ট ও আন ইভেনবার মিলিয়ে সবাইকে চমকে দিয়ে এগিয়ে ছিলেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। কিন্তু ব্যালান্স বিমে আন্দ্রেদাকে টপকে যান লি। ফ্লোর ইভেন্টের আগে রেবেকার চেয়ে ০.১০১ পয়েন্টে এগিয়েছিলেন লি। তিনে থাকা রাশিয়ার ভ্লাদিস্লাভা রেবেকার চেয়ে পিছিয়ে ছিলেন ০.০৬৬ পয়েন্টে।
ফ্লোর ইভেন্টে সুনিসা লি একটু খারাপ করেছেন। পেয়েছেন ১৭.৭০০। এখানে ১৩.৯৬৬ পয়েন্ট পেয়ে স্বদেশি ভ্লাদিস্লাভাকে টপকে যান অ্যাঞ্জেলিনা মেলনিকোভা। ফ্লোরে দারুণ শুরু করেছিলেন আন্দ্রাদে। কিন্তু একটা ভুলে ফ্লোরের বাইরে চলে যাওয়ায় ১৩.৬৬৬ পেয়েছেন। মোট ৫৭.২৯৮ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন আন্দ্রেদা। সোনা সুনি লির (মোট ৫৭.৪৩৩ পয়েন্ট)। ব্রোঞ্জ জেতা মেলনিকোভার পয়েন্ট ৫৭.১৯৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ