Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ক্রিপ্ট না পড়ে অভিনয় করেন না তারিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অভিনেত্রী তারিন জাহান বরাবরই নাটকে অভিনয় করার ক্ষেত্রে বেশ সচেতন। গল্প ও চরিত্র পছন্দ না হলে অভিনয় করেন না। আগে স্ক্রিপ্ট দেখেন। দেখে গল্প ও চরিত্র পছন্দ হলেই অভিনয় করেন। বর্তমানে অনেকেই স্ক্রিপ্ট ছাড়া বা কোনো রকমে একটা লাইনআপ দাঁড় করিয়ে নাটক নির্মাণ করেন। অনেক অভিনেতা-অভিনেত্রী স্ক্রিপ্ট পড়েন না। না পড়েই অভিনয় করেন। তারিণ এ ধরনের নির্মাতাদের এড়িয়ে চলেন। স্ক্রিপ্ট পড়ে তারপর তিনি শিডিউল দেন। এজন্য অনেক নির্মাতা তাকে ঝামেলা মনে করেন। তবে তারা ঝামেলা মনে করলেও তারিন এ ক্ষেত্রে ছাড় দিতে নারাজ। তার কথা, এতে যদি নাটক নাও করতে হয়, তবে করবেন না। ভাল নাটক করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে রাজী নন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারিন

২৬ জুলাই, ২০১৬
১৬ জুলাই, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ