প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : গত ঈদেই নাজনীন হাসান চুমকীর নির্দেশনায় প্রথম অভিনয় করেন দর্শকনন্দিত অভিনেত্রী তারিন। মাসুম রেজা রচিত ‘বেবী আপা’ নাটকটি চ্যানেলে নাইনে গত ঈদে প্রচারের পর থেকেই নাটকটিতে অভিনয়ের জন্য তারনি দর্শকের কাছ থেকে বেশ সাড়া পান। দর্শকের কাছ থেকেও নাটকটি সিক্যুয়াল নির্মাণের অনুরোধ আসে। যে কারণে দর্শকের কথা বিবেচনা করে আবারো তারিনকে নিয়ে নাজনীন হাসান চুমকী নির্মাণ করেছেন ‘বেবী আপার বর’। এতে বেবীরূপী তারিনের বরের চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু। গত সপ্তাহে রাজধানীর শ্যামবাজার, সদরঘাটে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। তারিন বলেন, ‘ঈদে দর্শকপ্রিয়তা পাওয়া নাটক নিয়ে সিক্যুয়াল নাটক হওয়া একজন শিল্পীর জন্য সৌভাগ্যের বিষয়। বেবী আপা প্রচারের পর আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে এটি নিয়ে সিক্যুয়াল হয়েছে। ধন্যবাদ চুমকী আপাকে যে, অনেক যতœ করে নাটকটি নির্মাণ করেছেন। এ নাটকে আমাকে কুষ্টিয়ার ভাষায় কথা বলতে হয়েছে। যেহেতু চুমকী আপার বাড়ি কুষ্টিয়া, তাই তিনিই আমাকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। চুমকী আপা জানেন তিনি কী করছেন, যে কারণে তার কাজের মান অনেক ভালো হয়। তিনি একজন অভিনেত্রী বলেই শিল্পীর চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করেন। আমার বিশ^াস বেবী আপার মতো বেবী আপার বরও দর্শকের কাছে অনেক ভালোলাগবে।’ নাজনীন হাসান চুমকী বলেন, ‘একজন আপাদমস্তক অভিনেত্রী তারিন। এমন একজন অভিনেত্রীকে নিয়ে কাজ করার সুবিধা এখানেই যে, কোনকিছু নিয়েই দুশ্চিন্তা করতে হয় না। সময়মতো সেটে আসা, মনোযোগ দিয়ে কাজ করা এবং সময়মতো কাজ নেমে যাওয়া এমন শিল্পীর সহযোগিতার কারণেই হয়। তারিনের সঙ্গে কাজ করে আমি মুগ্ধ।’ আসছে ঈদের দিন ‘বেবী আপার বর’ নাটকটি চ্যানেল নাইনে প্রচার হবে। এদিকে আসছে ঈদে নাটকে অভিনয়ের পাশাপাশি তারিনকে আরটিভিতে একক নৃত্য পরিবেশন করতে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।