Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদে একাধিক নাটকে তারিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১১:১১ এএম

অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে তারিন নাটকে অভিনয়ের সংখ্যা বৃদ্ধি করেছেন। ইতোমধ্যে একের পর এক ঈদ নাটকে অভিনয় করেছেন। ইতোমধ্যে শেষ করেছেন ফারিয়া হোসেনের রচনায় ও ইমদাদুল হক মিলনের পরিচালনায় ‘সেদিন বৃষ্টি এসেছিলো’, ফারিয়া হোসেনের রচনায় ও চয়নিকা চৌধুরী পরিচালনায় ‘মেঘলা মনের মেয়ে’, সাজ্জাদ হোসেন খাদেমের গল্পে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘বনভোজন’, এস এ হক অলিকের পরিচালনায় ‘কথা শুনতে হবে’, অনুরূপ আইচের রচনা ও ওয়াহিদ পলাশের পরিচালনায় ‘একটি রাত’ নাটকের কাজ। হানিফ সংকেতের পরিচালনায় ঈদের বিশেষ নাটকেও অভিনয় করেছেন। তারিন বলেন, ‘এবারের ঈদে প্রত্যেকটি নাটকেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। একটি নাটকের চরিত্রের সঙ্গে আরেকটি নাটকের চরিত্রে মিল খুঁজে পাওয়া যাবে না। আমি ধন্যবাদ দিতে চাই, প্রত্যেক নাটকের নাট্যরচয়িতা, পরিচালক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলকে। কারণ তারা বস্তুনিষ্ট গল্প নিয়ে কাজ করেছেন এবং একজন অভিনেত্রী হিসেবে আমি ভিন্ন ধরনের চরিত্রগুলোতে কাজ করে আনন্দ পেয়েছি। যেকোন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে আমি ভালোবসি, কারণ অভিনয় আমার পেশা।’ এদিকে অনেকে বলেছেন, তারিন অভিনয় ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে তারিন বলেন, ‘অভিনয়ের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেবার বিষয়ে আমি কাউকে কোন অধিকার দেইনি। আমি স্পষ্ট করে বলতে চাই, ছোটবেলা থেকেই অভিনয় এবং নাচ চর্চা করে আসছি। আমার এই সাধনা অব্যাহত থাকবে। মিডিয়াতে ছোটবলো থেকেই আমি বেড়ে উঠেছি। যখন সবার পুতুল খেলার বয়স, বন্ধুদের সঙ্গে খেলার বয়স সেই বয়সে আমি কখনো শুটিংয়ে , কখনো টিচারের বাসায় পড়তে গিয়েছি আবার কখনো হোমওয়ার্কে ব্যস্ত থেকেছি। তাই অভিনয় ছেড়ে দেবার সিদ্ধান্ত যদি নিতাম তা কেন অন্য’র মাধ্যমে জানাবো? আমি সবসময়ই কৃতজ্ঞ দর্শকের কাছে, যাদের ভালোবাসা আমি আজকের তারিন। কারণ তারা সবসময়ই আগ্রহ প্রকাশ করেছেন আমি যেন নাটকে নিয়মিত থাকি। দর্শকের আগ্রহের প্রতি শ্রদ্ধা রেখেই এবারের ঈদে অনেকগুলো নাটকে কাজ করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারিন

২৬ জুলাই, ২০১৬
১৬ জুলাই, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ