প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : গুণী অভিনেত্রী তারিন অভিনয় জীবনে বহু ধরনের চরিত্রে অভিনয় করলেও মায়ের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায় না। এবার তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি নির্মিত এক ঘণ্টার নাটক ‘আমার একলা আকাশ’-এ তাকে এ চরিত্রে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন নীলা মাহমুদ। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাটকে তারিন তাসনুভা তিশার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তার স্বামীর চরিত্রে রয়েছেন মানস বন্দোপাধ্যায়। তারিন বলেন, ‘নাটকটির মূল ভাবনা কৌশিক দা’র কাছ থেকে শুনে কাজটি করতে আগ্রহী হয়েছি। অনেকেই মনে করতে পারেন মা চরিত্রে কেন অভিনয় করেছি। এর কারণ হচ্ছে, আমি সবসময়ই নাটকের গল্প এবং চরিত্র ভালো হলে অভিনয় করি। আমার কাছে মনে হয়েছে এটি একটি সমসাময়িক গল্পের নাটক এবং আমাদের দেশের নারীরা এই নাটকে কিংবা আমার চরিত্রে নিজেদের খুঁজে পাবেন।’ তাসনুভা তিশা বলেন, ‘তারিন আপু অনেক উঁচু মাপের একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে খুব সহযোগিতা করেছেন।’ পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে তারিন অভিনীত নতুন ধারাবাহিক নাটক নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘সানফ্লাওয়ার’ সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।