Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারিনের নতুন নাটক ও বিজ্ঞাপন

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন তিনটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন অভিনেত্রী তারিন। গত ১২ মে থেকে দেশের টিভি চ্যানেল’সহ কলকাতার তিনটি চ্যানেলে রানা মাসুদের নির্দেশনায় নির্মিত তারিনের ‘বেক্সি ফেব্রিকস’র বিজ্ঞাপনটি প্রচারের পর বেশ আলোচনায় এসেছে। বিজ্ঞাপনটির দর্শকপ্রিয়তায় মুগ্ধ তারিন নিজেও। বাকি দুটি বিজ্ঞাপন নির্মাণাধীন। এদিকে গত সপ্তাহে তারিন শেষ করেছেন জহির রায়হানের ছোট গল্প অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘ভাঙ্গাচুড়া’র কাজ। এতে তিনি টুনু চরিত্রে অভিনয় করেছেন। একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি কি না ভালোবেসে বিয়ে করে পরে এক সংগ্রামী জীবনকে বেছে নেন। নতুন বিজ্ঞাপন এবং নাটকটি নিয়ে তারিন বলেন, ‘যতদূর মনে পড়ে এর আগেও জহির রায়হানের গল্পে কাজ করেছি। তবে টুনু চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং, ভালো লাগবে দর্শকের। আমি বেক্সি ফেব্রিকস’র নির্মাতা রানা মাসুদ এবং তার পুরো ইউনিটের প্রতি কৃতজ্ঞ আমাকে বিজ্ঞাপনে সাবলীল ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। অভিনয় করার চেয়ে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ খুব অল্প সময়ে অনেক কিছু বুঝানো সম্ভব। তাই ভালো প্রোডাক্ট হলে, গল্প ভালো হলে বিজ্ঞাপনে কাজ করতে আমি সবসময়ই আগ্রহী।’ ‘ভাঙ্গাচুড়া’ নাটকের চিত্রনাট্য এবং নির্দেশনা দিয়েছেন আশুতোষ সুজন। নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে। এ নাটকে তারিনের সহশিল্পী চিত্রনায়ক রিয়াজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারিনের নতুন নাটক ও বিজ্ঞাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ