Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাযাত্রীদের টিকা জরুরি

ধর্ম প্রতিমন্ত্রীকে হাবের চিঠি

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অবশেষে বৈশ্বিক করোনা মহামারির দীর্ঘসময় পর মুসলিম উম্মাহর জন্য ওমরার দুয়ার খুলছে। করোনার টিকা গ্রহণ ব্যতীত কেউ ওমরাহ পালনে সউদী যেতে পারবেন না। আগামী ১০ আগস্ট থেকে বিদেশি নাগরিকদের ওমরাহ করার সুযোগ দিতে যাচ্ছে সউদী আরব। ওমরাহ কার্যক্রম চালু হওয়ার খবরে বাংলাদেশি ওমরাযাত্রীদের মাঝে আনন্দের বন্যা বইছে। ওমরাযাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। ওমরাযাত্রা নির্বিঘ্ন এবং ভোগান্তি লাঘবের জন্য জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেয়ার দাবি জানিয়েছেন ওমরা এজেন্সির মালিকরা। সউদী সরকারের শর্তাদি পূরণ করে ওমরার কার্যক্রম দ্রুত শুরু করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি বছর করোনা মহামারির মাঝে সীমিত আকারে সফলভাবে হজ আয়োজনের পর আগামী ১০ অগাস্ট থেকে বিদেশিরা ওমরাহ করতে পারবেন বলে রোববার সউদী প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে গালফ নিউজ। বর্তমানে শুধু সউদী নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি মুসলিমরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওমরাহ করার সুযোগ পাচ্ছেন। ওমরাহ পালনের সব প্রস্তুতি শেষ করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন সউদী আরবের দুটি পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান আব্দুর রহমান আল সুদাইস। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সউদী সরকার।

মুসলিম উম্মাহর জন্য ওমরা কার্যক্রম চালুর ঘোষণা দেয়ায় হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম রাজকীয় সউদী সরকারকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। হাব সভাপতি গতকাল মঙ্গলবার ইনকিলাবকে বলেন, করোনা মহামারির দরুন দীর্ঘ দিন ওমরাহ কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশি ওমরাযাত্রীরা ওমরা পালনের জন্য সউদী যাওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওমরাযাত্রীদের স্ব স্ব উদ্যোগেই করোনার টিকা গ্রহণ করে প্রস্তুত থাকতে হবে। ঢাকাস্থ সউদী দূতাবাসে ওমরাযাত্রীদের করোনা টিকার সার্টিফিকেট জমা দিয়েই সউদী যেতে হবে। তিনি বলেন, সউদী ওমরা কোম্পানীগুলোর তালিকা প্রকাশিত হলে বাংলাদেশি এজেন্সিগুলো তাদের সাথে চুক্তি করে বই আনবেন। তিনি বলেন প্রতি বছর সউদী কোম্পানীগুলোর সাথে বাংলাদেশি এজেন্সির এক বছর মেয়াদি চুক্তি হতো। এবার দু’বছর মেয়াদি চুক্তি হবে। তার পরেই ওমরার কার্যক্রম শুরু হবে। সউদী ওমরা কোম্পানীতে দু’লাখ সউদী রিয়ালের ব্যাংক গ্যারান্টির অর্থ পাঠানোর জন্য আগেই অনুমতি দেয়া আছে বলেও হাব সভাপতি উল্লেখ করেন। হাবের সভাপতি তসলিম গতকাল মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের কাছে এক জরুরি চিঠিতে ওমরাহ কার্যক্রম দ্রুত শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন। ঐ চিঠিতে হাবের পক্ষ থেকে বলা হয়, সউদী সরকারের ওমরাহ পালনের সুযোগের ঘোষণায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দিত। মুসলমানরা হজ ও ওমরাহ পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হাবের ঐ চিঠিতে আরো বলা হয়, বহু কাক্সিক্ষত ওমরাহ কার্যক্রমকে তরান্বিত করতে কন্ট্রাক্ট বুক, ওমরাহ লাইসেন্স, ট্রাভেল এজেন্সি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, আয়টা সনদ সত্যায়ন প্রক্রিয়া শুরু এবং ঢাকাস্থ সউদী দূতাবাসে ওমরাহ লাইসেন্সের তালিকা প্রেরণ জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন।

কোন প্রক্রিয়ায় ওমরাহ কার্যক্রম পরিচালিত হবে তা নির্ধারণের জন্য সউদী ওজারাতুল হজ দেশটির ওমরা কোম্পানীগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে। সউদী আরব থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
বাংলাদেশের প্রায় চারশ’ ওমরা এজেন্সি সউদী আরবের ওমরাহ কোম্পানীগুলোর সাথে চুক্তি করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটির বৈধ ওমরাহ কোম্পানীর নামের তালিকা প্রকাশ করলেই বাংলাদেশি এজেন্সির স্বত্বাধিকারীরা তাদের পছন্দের কোম্পানী বেছে নিয়ে চুক্তি করবে। একাধিক ওমরা এজেন্সির মালিক এতথ্য জানান।

সাত মাস পর অক্টোবরে ফের এই কার্যক্রম শুরু হলেও শুধু দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করার অনুমতি পাচ্ছিলেন। করোনা মহামারির কারণে গত বারের মতো এবারও সীমিতি পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে পবিত্র হজ। বাইরের দেশ থেকে কাউকে হজের অনুমোদন দেয়া না হলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সেখানে ৬০ হাজার মুসলিম অংশ নিয়েছিলেন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে বিদেশিদের জন্য হজ ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ ছিল। তবে এবার বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। সউদী হজ ও ওমরাহ বিষয়ক হারামাইন শারিফাইন নামক অফিসিয়াল পেইজে জানানো হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে বিদেশি মুসলিমদের সউদী আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটির সরকার। আরবি ক্যালেন্ডার অনুযায়ী তারিখটি পহেলা মহররম ১৪৪৩ হিজরি। তবে এবারে বিদেশ থেকে ওমরাহ পালনে আসতে ইচ্ছুক মুসলিমদের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে।

এসব শর্তের মধ্যে রয়েছে, ওমরাহ করতে ইচ্ছুক মুসলিমরা কেবল ৯টি দেশ ছাড়া বিশ্বের সব দেশ থেকে সরাসরি ফ্লাইটে সউদী আরবে প্রবেশ করতে পারবে। সেই ৯টি দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।
তবে এই দেশগুলো থেকে কোনো মুসলিম সউদী আরবে প্রবেশ করতে চাইলে তাদেরকে ওই ৯টি দেশ বাদে তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তবেই সউদী আরবে যেতে হবে।
এ ছাড়া ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সউদী আরবে প্রবেশ করা যাবে না।

কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুটি ডোজ টিকা নিয়ে থাকেন, তাহলে তাদেরকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। ওমরাহ পালনের জন্য ১৮ বছর বা বেশি বয়সীদেরই অনুমোদন দেয়া হবে।
এ ছাড়া সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সউদী আরবে আসতে পারবেন মুসলিমরা। ওমরাহ পালনে বিদেশ থেকে আসা প্রত্যেক মুসলিমকে প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজয় রাখা এবং সেইসঙ্গে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে।

করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনেই নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। রাজশাহী ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি মোস্তাফিজুর রহমান গতকাল মঙ্গলবার ইনকিলাবকে বলেন, বিদেশি মুসলিমদের ওমরাহ কার্যক্রম চালুর ঘোষণায় বাংলাদেশি ওমরাযাত্রীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তিনি বলেন, গত বছর করোনা মহামারির কারণে ২৩ মার্চ ওমরা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আমার তিনটি ওমরা লাইসেন্সের প্রায় চারশ’ওমরাযাত্রী ভিসা হওবার পরেও ওমরাহ পালনে সউদী যেতে পারেননি। এসব ওমরাযাত্রী ওমরা পালনে সউদী গমনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সউদী ওজারাতুল হজ দেশটির বৈধ ওমরাহ কোম্পানীর নামের তালিকা প্রকাশ করলেই পছন্দের ওমরাহ কোম্পানীর সাথে বাংলাদেশি ওমরা এজেন্সিগুলো চুক্তিবদ্ধ হয়ে ওমরার কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ।

মাবরুর ট্রাভেলসের স্বত্বাধিকারী মাহবুবু বিন আলাউদ্দিন বিদেশিদের জন্য ওমরাহ কার্যক্রম চালুর ঘোষণা দেয়ায় রাজকীয় সউদী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওমরাহ চালুর খবর শুনে ওমরাযাত্রীরা দফায় দফায় মোবাইল ফোনে যোগাযোগ করছেন। তিনি বলেন, আল্লাহর ঘরের মেহমানরা ওমরায় যাওয়ার জন্য অধির আগ্রহে প্রহর গুনছেন। মাহবুব বিন আলাউদ্দিন সকল ওমরাযাত্রীদের করোনা টিকার আওতায় আনার গুরুত্বারোপ করে বলেন, জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দিলেই ওমরাযাত্রীরা সউদী যাওয়ার সুযোগ পাবেন। তিনি ওমরাযাত্রীদের সুবিধার্থে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমরা

৯ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ