Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৯ সালে ওমরা হজ পালন করেছেন ১ কোটি ৯০ লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৫:৩২ পিএম

সউদী আরবের জেনারেল অথোরিটি ফর দ্য স্ট্যাটিসটিক্স ‘(জিএস্ট্যাট)’ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালে ওমরা হজ পালন করেছেন ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ।-সউদী গেজেট
সংস্থাটি জানিয়েছে, মোট ওমরা হজ পালনকারীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৩১ জন। এর মধ্যে বহির্বিশ্ব থেকে এসেছেন ৭৪ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন। হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিসংখ্যান উদ্ধৃত করে সংস্থাটি জানায়, সউদী এবং নন সউদীসহ হজযাত্রীদের সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ ৩৬৮ জন।
হজ ও ওমরা পালনকারীদের ৪৫.৪ শতাংশ সউদীর নাগরিক এবং বাকী ৫৪.৬ শতাংশ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশের। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়েছে ৪.৬৩ শতাংশ। এর মধ্যে ২৭.৭৩ শতাংশ সউদী আরবের নাগরিক।
গত বছর পবিত্র রমজান মাসে ওমরা পালনকারীর সংখ্যা ছিলো সারা বছরে হজ পালনকারীর মোট সংখ্যার ৫৮.১০ শতাংশ।
হজ আদায়কারীদের মধ্যে ৬৪.৬২ শতাংশ পুরুষ এবং ৩৫.৩৮ শতাংশ মহিলা। হজযাত্রীদের অধিকাংশ ৩০ থেকে ৩৯ বছরের মাঝামাঝি বয়সী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ