Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ করার ইচ্ছা পোষণ করেছেন সানাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০২ এএম

দেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব শোবিজ ছেড়ে ইসলামী জীবনযাপন বেছে নিয়েছেন। সম্প্রতি বিয়ে করে সংসারী হয়েছেন। সানাই যতটা না অভিনয়ে মনোযোগী ছিলেন তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খোলামেলা উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন। এছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও পরে শোনা যায় মন্ত্রী নয়, এমপিকে বিয়ে করছিলেন। তবে এমপির পরিচয় গোপন রেখেছিলেন। হঠাৎই সানাই সবকিছু ছেড়ে ইসলামী জীবন বেছে নেন এবং নতুন করে বিয়ে করেন। গত শুক্রবার তিনি বিয়ে করেন। বিয়ের পর নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরল। আমি সেই হাতটা আজীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেন ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি। তার এ পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমরাহ করার ইচ্ছা পোষণ করেছেন সানাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ