Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গলবার থেকে শুরু ওমরাহ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চলতি বছরের হজ কার্যক্রম শেষ হওয়ায় শুরু হচ্ছে ওমরাহ কার্যক্রম। আগামী মঙ্গলবার থেকে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে। সউদী সরকার আশা করছে এ বছরে ১০ লাখেরও বেশি হজ যাত্রীর সমাগম ঘটবে । ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে ওমরাহ করতে হজযাত্রীরা মক্কায় আসতে শুরু করেছে।
সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. আবদুল ফাত্তাহ সুলেমান মাসহাত বলেন, আসছে মঙ্গলবার থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হচ্ছে। গত বছর অক্টোবরের শেষ সপ্তাহে ওমরাহ মৌসুম শুরু হয়, শেষ হয় জুলাইয়ে। এ মৌসুমে বিভিন্ন দেশে ২৩ লাখ ৭০ হাজার মানুষ হজ করেছে। সউদী সরকার আগামী ২০৩০ সালের মধ্যে ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দিতে অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২২ সালের মধ্যে ১ কোটি ৫০ লাখ মানুষ হজে আসবে বলে আশা করছে সরকার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু ওমরাহ

৯ সেপ্টেম্বর, ২০১৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ