Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশীদের ওমরাহ ভিসা ইস্যু শুরু

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

৭ নভেম্বর থেকে ওমরাহ যাত্রী ফ্লাইট শুরু
শামসুল ইসলাম : বাংলাদেশীদের ওমরাহ ভিসা (মোফা) ইস্যু শুরু হয়েছে। ওমরাহ ভিসা চালু হওয়ায় দীর্ঘ প্রতীক্ষিত ওমরাহ যাত্রীদের মাঝে আনন্দের বন্যা বইছে। ওমরাহ যাত্রীদের মোফা আসা শুরু হওয়ায় যাত্রীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। মোফার খবর পেয়ে ওমরাহ যাত্রীগণ তাদের পছন্দের ওমরাহ এজেন্সিগুলোতে দৌড়-ঝাঁপ শুরু করছেন। প্রথম পর্যায়ে যে দু’-একটি ওমরাহ এজেন্সি মোফা পাওয়া শুরু করেছে তাদের কাছে বিভিন্ন প্যাকেজে ওমরাহ বুকিং দেয়া শুরু হয়েছে। কোনো কোনো যাত্রী পাসপোর্ট নিয়ে ওমরায় যাওয়ার জন্য এজেন্সিতে গিয়ে ফ্লাইটের টিকিটসহ বুকিং দিচ্ছে। হাবের সিনিয়র সহ-সভাপতি ও মুনা ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মোহাম্মদ হেলাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশী ওমরাহ যাত্রীদের মোফা চালু হওয়ায় হাব নেতা মোহাম্মদ হেলাল সউদী সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গত ২৪ অক্টোবর সউদী আরবের প্রখ্যাত ওমরাহ কোম্পানি নাজাদ(-৪) বাংলাদেশের মুনা ট্রাভেলস এন্ড ট্যুরস গ্রুপের সিয়াম এভিয়েশনের ওমরাহ যাত্রী মোহাম্মদ হেলালের মোফা ইস্যু করেছে। ইস্যুকৃত মোফা নং (৭০৪৫৭৭৭৭) ও পিলগ্রিম আইডি নং ৩২৩। গতকাল মঙ্গলবার সিয়াম এভিয়েশনের আরো ৩৬ জন ওমরাহ যাত্রীর মোফা এসেছে। আগামী সপ্তাহে এসব ওমরাহ যাত্রীদের ভিসার জন্য ঢাকাস্থ সউদী দূতাবাসে পাসপোর্ট জমা দেয়া হবে। আগামী ৭ নভেম্বর ২২জনের প্রথম ওমরাহ যাত্রীর গ্রুপ সাউদিয়া এয়ারলাইন্স (এস ভি-৮০৩) জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করার কথা। গত ২৪ অক্টোবর সউদীর ওমরাহ কোম্পানী শায়ের (-১৬৫) কর্তৃপক্ষ ওমরাহ এজেন্সি চ্যালেঞ্চার ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের ওমরাহ যাত্রী মোহাম্মদ আমজাদ হোসেনের মোফা ইস্যু করেছে। চ্যালেঞ্চার ট্রাভেলসের স্বত্বাধিকারী সৈয়দ গোলাম সরওয়ার ওমরাহ চালু হওয়ায় শুকরিয়া আদায় করে বলেন, আমাদের ওমরাহ কার্যক্রম পরিচালনার কাজ জোরেশোরে শুরু হচ্ছে। তিনি বলেন, অত্যান্ত স্বচ্ছতার সাথে ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
এদিকে, পবিত্র ওমরাহ পালনের নামে সউদী আরবে মানব পাচারের অভিযোগে বাতিল হওয়া ওমরাহ এজেন্সিগুলোকে এবছর ওমরায় যাত্রী পাঠানোর অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম-মন্ত্রণালয়ের উপ সচিব একেএম শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চলতি বছর ওমরাহ কাজ করার জন্য প্রথম পর্বে ১৭৪টি এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। এসব তালিকায় গত বছর বাতিল হওয়ার এজেন্সির নামও রয়েছে। শাস্তিপ্রাপ্ত এজেন্সিগুলো গত বছর ওমরার কাজ করতে পারেনি। এসব ওমরাহ এজেন্সি’র স্বত্বাধিকারীরা তাদের শাস্তির বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ে রিভিউ করেছিলেন। ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি এসব অভিযুক্ত ওমরাহ এজেন্সির রিভিউ পুনঃবিবেচনা করে চলতি বছর ওমরাহ কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে। এসব ওমরাহ লাইসেন্সের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকাস্থ সউদী রাষ্ট্রদূত, জেদ্দাস্থ বাংলাদেশ হজ অফিসের কনসেলর (হজ), বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টরের কাছে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে ১১ মাস সউদী আরবে মানব পাচারের কারণে বাংলাদেশ থেকে ওমরা যাত্রীর ভিসা বন্ধ ছিল। ঐ সময়ে প্রকৃত ওমরাযাত্রীরা ওমরা করতে মক্কা-মদিনায় যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তাদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছিল। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণœ হয়। এক শ্রেণীর অসাধু ওমরা এজেন্সির মালিক ওমরার নামে সউদীতে চাকুরি সন্ধ্যানকারীদের পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। যে সকল এজেন্সি ওমরার নামে মানব পাচারের জড়িত ছিল তাদের তদন্ত করে শাস্তি প্রদান করা হয়। বেশকিছু এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়। এ বিষয়ে গত বছর ১৮ নবেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ওমরাহর নামে মানব পাচারের অভিযোগে শাস্তিপ্রাপ্ত এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করেন। সেদিন তিনি জানান, ১০৪টি ওমরাহ এজেন্সির পাঠানো যাত্রীদের মধ্যে ১১ হাজার ৪৮৫ জন ফেরত আসেনি। এসব এজেন্সির অভিযোগ তদন্ত করে ৯৫টি এজেন্সিকে শাস্তি দেয়া হয়েছে। সেইসাথে শাস্তিপ্রাপ্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানিয়েছিলেন। পরবর্তীতে অভিযুক্ত ওমরাহ এজেন্সিগুলো রিভিউ করলে ধর্ম মন্ত্রণালয় গত ঈদ-উল-আযহার ক’দিন আগে তাদের শাস্তি মওকুফ করে ওমরাহ কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ দেয়। এবছর ওমরার কাজ করার জন্য প্রকাশিত প্রথম তালিকায় এসব এজেন্সির নাম থাকার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বক্তব্য হলো, যাদের জরিমানা করা হয়েছিল তারা জরিমানা দিয়ে মুক্ত হয়েছে। যাদের লাইসেন্স স্থগিত ছিল তারাও ওই বছর পর মুক্ত হয়েছে। আবার অনেকে আদালতের রায়ের মাধ্যমে লাইসেন্স ফিরে পেয়েছে।
এ বছর ওমরার জন্য প্রথম পর্বে অনুমোদন প্রাপ্ত ১৭৪টি এজেন্সিগুলো হচ্ছে, এয়ার স্পিড (প্রা:) লি. (লাইসেন্স নং-১), এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল (২), আল মনসুর এয়ার সার্ভিস (৪), বীকন ট্রাভেলন ইন্টারন্যাশনাল (৬), চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরস (৮), কলম্বিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৯), কক্সবাজার ওভারসিজ (১১), ডাইনেস্টি ট্রাভেলস (১২), হাকিল ট্যুরস এন্ড ট্রাভেলস (১৪), যাত্রিক ট্রাভেলস (১৫), কাজী এয়ার ইন্টারন্যাশনাল (১৬), লাব্বাইক ট্রাভেলস এন্ড ট্যুরস (১৯), মেসার্স সানফ্লাওয়ার এয়ার লিংকার্স (২০), মিডিয়া ট্রাভেলস সার্ভিস লি. (২১), মীক্বাত ট্রাভেলস লি. (২২), প্রিয়াংকা ট্রেডার্স এন্ড ট্রাভেলস (২৫), রিমেল ট্রাভেলস (২৭), শাহেনা ট্যুরস এন্ড ট্রাভেলস (২৮), সনজরি ট্রাভেলস এন্ড ট্যুরস (২৯), তাজমহল ট্রাভেলস এন্ড ট্যুরস (৩০), তানভীর ট্রাভেলস (৩১), ইউনাইটেড মক্কা মদীনা ট্রাভেলস (৩২), ভ্যালেনসিয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৩), এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল (৩৫), আল গাজী ট্রাভেলস (৩৭), ফারহান এভিয়েশান সার্ভিস (৩৯), মেসার্স আল সাফা ইন্টারন্যাশনাল (৪৪), মেসার্স ইসলামিয়া ওভারসীজ (৪৫), মেগাটপ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৪৬), এমকেআর এভিয়েশান সার্ভিসেস (৫০), মৌসুমী এয়ার ট্রাভেলস (৫১), প্রগতি ট্রাভেলস (৫২), রাজবাড়ী ট্রাভেলস (৫৩), ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস (৫৬), এয়ার স্পেন লি. (৫৮), গালফ ট্রাভেলস (৬০), জম জম ইন্টারন্যাশনাল (৬৬), মেয়র হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস (৭১), বলাকা ট্রাভেলস এন্ড ট্যুরস (৭২), আফতাব ট্রাভেলস এন্ড ট্যুরস (২০২), আটলান্টা ট্রাভেলস এন্ড ট্যুরস (২০৪), এডভান্স ট্রাভেল প্লেনার (২০৬), আল বোরাক ইন্টারন্যাশনাল (২০৭), চৌধুরী ইন্টারন্যাশনাল (২১০), কম্বিনেট ট্রাভেলস ইন্টারন্যাশনাল (২১৩), জিয়াদুল জান্নাহ ট্রাভেলস (২২০), রয়েল এয়ার সার্ভিস সিষ্টেম (২২৩), খান ট্যুরস এন্ড ট্রাভেলস (২২৫), স্টার ট্যুরস এন্ড ট্রাভেলস (২২৬), হক ট্রাভেলস সার্ভিস লি. (২২৭), সার্ক ট্রাভেলস এন্ড ট্যুরস (২২৮), টাইম এভিয়েশন সিস্টেম (২৪০), রাজন ওভারসীজ (২৪৯), খাজা এয়ার লাইনার (২৫৩), লাকী ট্রাভেলস এন্ড ট্যুরিজম (২৫৪), প্যান ব্রাইট ট্রাভেলস (২৫৭), কসমিক এয়ার ইন্টারন্যাশনাল (২৬০), হাশেম এয়ার ইন্টারন্যাশনাল (২৬৫), ইহসান এয়ার ট্রাভেল (২৬৬), ইউনিয়ন ট্রাভেলস লি. (২৬৮), ইরভিং এভিয়েশন (২৭০), এয়ার কিং ট্রাভেলস (২৭১), ন্যাশনাল ওভারসীজ (২৭২), এয়ার টাচ লি. (২৭৯), আকাশ ভ্রমন লি. (২৮০), আল মাহমুদ ট্রাভেলস (২৮১), আলফা ট্রাভেল ইন্টারন্যাশনাল (২৮৬), আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস (২৮৮), এআরএস এয়ার ইন্টারন্যাশনাল (২৯১), বারিধারা ওভারসীজ লি. (২৯২), বেক্সট্রেড লি. (২৯৪), ইজিওয়ে ট্রাভেলস (৩০২), ইরফান ট্রাভেলস (৩০৪), এভারেস্ট ট্যুলস এন্ড ট্রাভেলস (৩০৫), হালদা ট্রাভেলন এন্ড ট্যুরস (৩০৬), আই সাহারা এভিয়েশন (৩০৭), কেএনসি ট্রাভেল কোম্পানি (৩১০), কুহেতুর ওভারসীজ (৩১১), লতিফ ট্রাভেলস (৩১২), মীক্বাত এভিয়েশন (৩১৬), নারীতা ট্যুরস এন্ড ট্রাভেলস (৩২০), নেয়ার এন্ড ফার ট্রাভেলস (৩২১), ওভারসিজ লিংকস (৩২২), প্যারাডাইস ট্রাভেলস লি. (৩২৩), প্রিমিয়ার কনসালটেন্ট (৩২৪), রাইয়ান ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৩২৬), রাজশাহী ট্রাভেলস এন্ড ট্যুরস (৩২৭), সাঈদ এয়ার ইন্টারন্যাশনাল (৩৩০), সন্দ্বীপ ওভারসীজ (৩৩২), শাহ আমান হজ্জ কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৩৪), শুহাদা ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৩৫), সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস (৩৩৭), সামিট এয়ার ইন্টারন্যাশনাল (৩৩৮), ট্রাভেল ক্লাব (৩৪০), ট্রাভেলন এয়ার সার্ভিসেস (৩৪২), আফনান এয়ার ইন্টারন্যাশনাল (৩৪৬), আল সুবহানী ইন্টারন্যাশনাল (৩৪৮), খাদেম এয়ার ইন্টারন্যাশনাল (৩৫০), কেজেডএল ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৫১), পাটওয়ারী ট্রেড ইন্টারন্যাশনাল (৩৫৫), সাদ এয়ার ইন্টারন্যাশনাল (৩৫৬), শরীফ এয়ার সার্ভিস লি. (৩৫৮), শীমন ওভারসিজ একপ্রেস (৩৫৯), সউদী বাংলা এয়ার সার্ভিস লি. (৩৬০), গোল্ডেন বেঙ্গল ট্যুলস এন্ড ট্রাভেলস (৩৬৫), এস্যুরেন্স এয়ার সার্ভিস (৩৬৮), শ্রীনি ট্যুরস এন্ড ট্রাভেলস (৩৭২), আলী এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৭৪), লাব্বাইক ওভারসিজ লি. (৩৭৫), লিনটাস ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৭৬), এসডি হলি ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৭৯), শিরাবি ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৮০), হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৮১), এল আর ট্রাভেলস (৩৮২), এবকো ওভারসিজ (৩৮৩), আকাশ ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৮৪), ফ্যানটাসি ইন্টারন্যাশনাল (৩৮৬), বিডেস্ক ইন্টারন্যাশনাল (৩৮৮), ইনামন এভিয়েশন (৩৮৯), ম্যাগপিক ট্যুরস এন্ড ট্রাভেলস (৩৯০), জুমার ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৯১), ইইউরো বেঙ্গল ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৯২), এমকো ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৯৪), মা আরেজ ট্রেড ইন্টারন্যাশনাল ( ৩৯৫), আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস (৩৯৬), হারাম ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৯৭), ওয়েলকাম এয়ার ইন্টারন্যাশনাল (৩৯৮), এস কে এয়ার ইন্টারন্যাশনাল (৩৯৯), বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল (৪০০), মাদার এভিয়েশান এন্ড টুরিজম (৪০৩), আদদ্বীন ইন্টারন্যাশনাল (৪০৫), কউমী ট্রাভেলস এন্ড ট্যুরস (৪০৬), টপ ওয়ান এভিয়েশন (৪০৭), এয়ার মিশেল (৪০৮), আল মাকাম ট্রাভেলস (৪০৯), মেসার্স রোকসানা ট্রাভেলস এন্ড ট্যুরস (৪১০), শানশাইন এক্সপ্রেস ট্রাভেল (৪১২), এয়ার ফিলিস্তিন ইন্টারন্যাশনাল (৪১৩), ডিবিএইচ ইন্টারন্যাশনাল (৪১৫), ওয়ান ট্রাভেলস (৪১৭), ইস্টার্ন নূর এয়ার (৪১৮), আল মুলতাজিম হজ্জ কাফেলা (৪২০), দারুল ইমন ইন্টারন্যাশনাল (৪২১), কপোতাক্ষ ট্রাভেলস এন্ড ট্যুরস (৪২২), ডোলা ফকির এয়ার সার্ভিস (৪২৩), ক্যামাসিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস (৪২৪), ফিকোস ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৪২৫), এয়ার মেটকো ইন্টারন্যাশনাল (৪২৬), শীপার এয়ার সার্ভিস (৪২৭), সীয়াম এভিয়েশান (৪২৮), মুজাদালিফা এভিয়েশন (৪২৯), সাইয়েদ এভিয়েশন সার্ভিস (৪৩০), ইইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস (৪৩১), হাসান ট্রাভেলস এন্ড ট্যুরস (৪৩২), সাতক্ষীরা ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৪৩৩), গাউছিয়া ট্রাভেলস (৪৩৫), রেজা ট্রেড ইন্টারন্যাশনাল (৪৩৬), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস (৪৩৭), নূর ই মদীনা ট্রাভেলস (৪৩৮), সালমান এভিয়েশন (৪৪০), মাছরাঙ্গা ট্যুরস এন্ড ট্রাভেলস (৪৪১), লাক্সারি ট্যুরস এন্ড ট্রাভেলস (৪৪২), বিদেশ ভ্রমণ (৪৪৪), জুবায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস (৪৪৫), তাহসীন ট্রাভেলস (৪৪৭), আল নাসের এভিয়েশান সার্ভিস (৪৪৮), আল ক্বাবা ট্রাভেলস এন্ড ট্যুরিজম (৪৪৯), আমানত এভিয়েশান সার্ভিসেস (৪৫১), সোসাইটি এভিয়েশন (৪৫২), অশোক ট্রাভেলস (৪৫৩), সফুরা এয়ার সার্ভিসেস (৪৫৪), এইচ এ হলি হজ্জ সার্ভিস (৪৫৫), রাহাত ট্রাভেলস এন্ড ট্যুরস (৪৫৬), আনিকা এভিয়েশান (৪৫৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশীদের ওমরাহ ভিসা ইস্যু শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ