বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন জাতীয় পার্টির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। আজ (রোববার) দুপুরে দক্ষিণ সুরমাস্থ দলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন- নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে পুলিশ তার কর্মীদের ধরপাকড় শুরু করেছে, না যাওয়ার হুমকি দিচ্ছে কেন্দ্রে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠ পর্যায়ে প্রচারণায় বাধা দিচ্ছে, ছিঁড়ে ফেলছে নির্বাচনী পোস্টার। এসময় হুমকি প্রদানকারী পুলিশ কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনতে নির্বাচন কমিশন ও আইজিপির প্রতি দাবি জানান তিনি। পাশাপাশি এসব ব্যাপারে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আতিক বলেন- প্রতিপক্ষ জুলুম নির্যাতন করলেও মানুষের ভোটের অধিকারের জন্যই লড়াই করছেন তিনি। এছাড়া নির্বাচন সুষ্ঠু হলে সরকার ও ইসিরই সুনাম হবে উল্লেখ করে নির্বাচনের কমিশনের প্রতি একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক ও জেলার আহবায়ক হাজি তোফায়েল আহমদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব মঈন, জাতীয় পার্টি নেতা বাশির আহমদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।