Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে যানবাহনের চাপ ও মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৬:৩১ পিএম

শনিবার সকালে পাল্টে গেছে বরিশালের রাস্তাঘাটের চিত্র। ঈদের পর কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন সকালে নগরীর প্রধান প্রধান সড়কগুলো ছিল রিকশা আর মোটরসাইকেলের দখলে। তবে লকডাউনের কারণে ফার্মেসী এবং খাদ্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দূরদূরান্ত থেকে আসা মানুষ ভ্যানে, পিকআপে এবং কখনও হেটে গন্তব্যে যাচ্ছেন বিশেষ প্রয়োজনে। রাস্তায় বের হওয়া মানুষ নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার কথাও বলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে। যারা নিয়ম ভঙ্গ করছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নগরীতে আজ শনিবারও পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ