Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের ৯০ শতাংশ সীমান্ত তালেবানের দখলে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১১:৫৬ এএম

আফগানিস্তানে অব্যাহত রয়েছে তালেবানের অগ্রযাত্রা। দেশটির বাণিজ্য পরিচালনা করা হয় এমন ৯০ শতাংশ সীমান্ত দখলে নেওয়ার দাবি করেছে তালেবান।

বৃহস্পতিবার রাশিয়ার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। খবর গালফ নিউজের।

সংগঠনটির মুখপাত্রের দাবি, তালেবান বর্তমানে আফগানিস্তানের ৯০ শতাংশ সীমান্ত নিয়ন্ত্রণ করে।
মুজাহিদ বলেন, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরানের সঙ্গে সীমান্ত এলাকাসহ ৯০ শতাংশ সীমান্ত আমাদের দখলে রয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়, আরআইএ নভোস্তি নিউজ এজেন্সিকে তালেবানের মুখপাত্রের দেওয়া সাক্ষাৎকারে সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান দেশটির বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে। এর পর দখলে নিয়েছে বেশ কয়েকটি স্থলবন্দর। বিভিন্ন শহর দখলে নেওয়ার জন্য লড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে।

এর আগে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা তালেবানের দখলে রয়েছে।

তালেবান দেশকে দখলে নিলে সেখানে জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদিও বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়ে দিয়েছে তালেবান।

সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র বলেন, তালেবান কোনোভাবেই আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসকে সহ্য করবে না। তাদের স্থান আফগানিস্তানে হবে না।

তিনি বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি— আমাদের দেশে জঙ্গিগোষ্ঠী আইএসকে সক্রিয় হতে দেব না।

সাক্ষাৎকারে মুজাহিদ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর কোনো বিদেশি সেনাকে আফগানিস্তানে মেনে নেবে না তালেবান।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের ইতি ঘটিয়ে আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্রের সেনা ১১ সেপ্টেম্বর। এর মধ্যে তালেবান দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। বহু জায়গা দখলে নেওয়ার জন্য লড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে।



 

Show all comments
  • Harun Akond ২৩ জুলাই, ২০২১, ১:৩৮ পিএম says : 0
    ৯০ শতংশ মানে কি কেউ কি একটু বলবেন? আমি বুঝিতেছি যে আফগানিস্তানে পুরো অংশের ৯০ ভাগেই তালেবানের দখলে আর ১০ ভাগ আফগান সরকারের দখলে। কিন্তু জেলা ভিত্তিক দখলের সংখ্যা আবার ৪১৯ টর মধ্যে তালেবানের ২১২ টা। এজা'গায় আবার মেলে না!
    Total Reply(0) Reply
  • Sajib Bhuiya ২৩ জুলাই, ২০২১, ১:৩৮ পিএম says : 0
    শুধু আফগানেই তারা থেমে থাকবেনা নিশ্চিত থাকুন!
    Total Reply(0) Reply
  • খালিদ বিন ওয়ালিদ ২৩ জুলাই, ২০২১, ১:৪০ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ ,আবার একটা ইসলামি রাষ্ট্র হবে ইনশাআল্লাহ ।
    Total Reply(0) Reply
  • Md Moshahidul Islam ২৩ জুলাই, ২০২১, ১:৪০ পিএম says : 0
    ইনশাআল্লাহ বাকিগুলোও অতি শিগগিরই দখলে আসবে।বুঝতে হবে এটা আফগানিস্তান এটা সাম্রাজ্যবাদের কবরস্থান।
    Total Reply(0) Reply
  • Shana Ullah ২৩ জুলাই, ২০২১, ১:৪১ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ্‌ ! মুক্তিযোদ্ধা মুজাহিদ দের সফলতা কামনা করি।
    Total Reply(0) Reply
  • Imran Ashrafi ২৩ জুলাই, ২০২১, ১:৪১ পিএম says : 0
    আমেরিকাকে কবর দেওয়া হলো আফগানিস্তানে।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ২৩ জুলাই, ২০২১, ১:৪২ পিএম says : 0
    মারহাবা তালেবান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ