Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে ঈদুল আজহার দিনে আগুন, পুড়েছে ২০ শেড, আহত ১২ নারী শিশু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৪:১৯ পিএম

আবারো রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঈদুল আজহার দিন সন্ধ্যা সাতটার দিকে

উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে অন্তত ১৭-২০টি রোহিঙ্গা শেড। এতে কেউ নিহত না হলেও ১০/১২ জন নারী ও শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান। তিনি জানান, সন্ধ্যায় উখিয়ার বালুখালী ৯ নম্বর ও ৮ নম্বর ব্লকে এ আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করতে সময়ের লাগতে পারে বলে তিনি জানান।

এর আগে গত ২৩ মার্চ ক্যাম্প-৯ সহ সংলগ্ন কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় অন্তত ১০ হাজার ঘর ও বিভিন্ন ধরনের স্হাপনা পুড়ে ছাই হয়ে যায়। জাতিসংঘের হিসেব মতে ওই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু ঘটে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ