Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরবানিরকালে গরুর লাথিতে মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ১২:২১ পিএম | আপডেট : ১২:২৬ পিএম, ২২ জুলাই, ২০২১

বগুড়া শাজাহানপুর উপজেলায় কোরবানির গরু জবাই  করার সময় গরুর লাথিতে নূরুল ইসলাম (৫০) নামেএক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বুধবার (২১ জুলাই) বেলা ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম শেরপুর  উপজেলার মির্জাপুর গ্রামের হোসেন আলী ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বি-ব্লক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, বেলা ১০ টার দিকে বি-ব্লকে গ্রামে সবার সঙ্গে গরু কোরবানি করছিলেন নূরুল ইসলাম । এ সময় হঠাৎ গরুটি তাকে লাথি মারে। এতে  অচেতন হয়ে পড়েন নুরুল।  একটু পর সেখানেই মারা যান।

আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনার বিবরণ সত্য বলে জানিয়েছেন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ