Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ান্ডারার্স ক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১:৪১ এএম

দেশের ক্রীড়াঙ্গণের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। গত ১৬ জুলাই বিকাল ৫ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ৮৪ বছরের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাজী মো. শহিদুল্লাহ সভাপতি এবং বাকি ২৭ জন সদস্য নির্বাচিত হন। ১৯ জুলাই ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরি পরিষদের প্রথম সভায় নির্বাচিতদের মধ্যে পদ বিন্যাস করা হয়। পদ বিন্যাসে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন যথাক্রমে আলহাজ্ব ফজলুর রহমান পর্বত, হেদায়েতুল ইসলাম স্বপন, নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, সালাউদ্দিন বাদল, বশিরুল আলম বাবুল, খেলাফত হোসেন বেগ, বাসির উদ্দিন, সানি মাহতাব, আইয়ুব আলী খান, মানিক ঘোষ, বিপুল ঘোষ শংকর, ফয়সাল আহসান উল্লাহ ও মো. আইয়ুব। সাধারণ সম্পাদক করা হয়েছে কামাল হোসেনকে। এছাড়া যুগ্ম-সম্পাদক হয়েছেন খোরশেদ আলম তপন, শেখ মো. জাবেদ আলী ও মো. মহসিন। কোষাধ্যক্ষ কামরুল ইসলাম সেন্টু, দপ্তর সম্পাদক  মো. তারেক আলম এবং আইটি সম্পাদক পদে শাহিনুজ্জামান রাজীবকে মনোনীত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লাব

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ