মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের সাথে ইরানের সীমান্ত টানা ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি রোববার তেহরানে এক ঘোষণা দিয়ে বলেন, সোমবার সকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত দু’দেশের সীমান্ত বন্ধ থাকবে; ফলে স্থলবন্দরগুলো দিয়ে কোনো ধরনের পণ্য লেনদেন হবে না। লাতিফি জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি এই পাঁচদিন আফগানিস্তান সীমান্তে কোনো ধরনের পণ্য না পাঠাতে ইরানি ব্যবসায়ীদের প্রতি আহবানও জানান। শুল্ক অধিদপ্তরের মুখপাত্র বলেন, আগামী শনিবার থেকে স্থলবন্দরগুলোর কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে। সম্প্রতি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এর প্রভাব পড়েছে দু’দেশের ব্যবসা বাণিজ্যে। গত সপ্তাহে আফগান্সিতানের দুটি স্থলবন্দর তালেবান বাহিনী দখল করে নিলে ইরান বন্দর দু’টি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।