Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মহামারী উপেক্ষা করেই লক্ষ লক্ষ মানুষ দক্ষিণাঞ্চলমুখি

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৭:১২ পিএম

করেনা মহামারীতে শনাক্ত ও মৃতের সংখ্যা হু হু করে বেড়ে যাবার মধ্যেও সারা দেশ থেকে বানের স্রোতের মত মানুষের ঢল এখন দক্ষিণাঞ্চলমুখি। সড়ক ও নৌ পথের মত এবার আকাশ পথে দক্ষিণাঞ্চলে রেকর্ড সংখ্যক মানুষের আগমন নতুন মাত্রা যোগ হয়েছে। মহামারী আর মৃত্যু ভয়কে দুরে ঠেলে সবাই ছুটে আসছেন নাড়ীর টানে চীর চেনা মাটির কাছে।

শুধু নৌপথেই রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে প্রতিদিন অন্তত ২৫টি বেসরকারী নৌযানে লক্ষাধিক মানুষ ঘরে ফিরছেন। সরকারী একমাত্র নৌযানেও হাজার দুয়েক যাত্রী আসছেন ঢাকা ও চাঁদপুর থেকে। চট্টগ্রাম অঞ্চল থেকেও ল²ীপুর-ভোলা ছাড়াও চাঁদপুর হয়েও বিপুল সংখ্যক মানুষ বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ফিরছেন।

এর বাইরে সড়ক পথে ঢাকা ছাড়াও উত্তর বঙ্গ এবং দক্ষিণÑপশ্চিমাঞ্চল থেকেও বিপুল সংখ্যক মানুষ ঘরমুখি। রাজধানীর সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংক্ষিপ্ত সড়ক পথের শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সেক্টর হয়েও বিপুল সংখ্যক মানুষ এ অঞ্চলের ২১ জেলায় পৌছছেন। একমাত্র আকাশ পথ ছাড়া কোথাও মহামারীর আতংক চোখে পড়ছেনা।

তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে গত কয়েকদিন ধরে সরকারী-বেসরকারী ১০টি ফ্লাইটে প্রায় হাজার খানেক যাত্রী বরিশালে বিমান বন্দরে অবতরণ করছে। অথচ এতদিন ‘বরিশালের মানুষ উড়োজাহাজে ওঠেনা’ বলে অপবাদ দেয়া হত। বেসরকারী ‘ইউএস বাংলা’ ও ‘নভো এয়ার’ বরিশাল সেক্টরে ৪টি করে এবং ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’কোনদিন দুটি আবার কোন দিন ১টি করে ফ্লাইট পরিচালন করছে। এর পরেও বেসরকারী উড়ানে ৩৪শ টাকার টিকেট এখন ৯ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে। বিমান অবশ্য সর্বোচ্চ ভাড়া আদায় করছে ৫ হাজার ৪শ টাকা। উপরন্তু বরিশালÑঢাকা রুটে বিমান ২হাজার ৭শ টাকায়ও যাত্রী পরিবহন করছে।

ঈদের আগের দিন মঙ্গলবার ও ঈদের পরদিন পর্যন্ত বিপুল সংখ্যক ফ্লাইট ছাড়াও সড়ক ও নৌ পথে লক্ষ লক্ষ মানুষ দক্ষিণাঞ্চলে আসলেও ২৩ জুলাই থেকে সব যোগাযোগই বন্ধ হচ্ছে। ২৩ জুলাই থেকে ঈদে ঘরে ফেরা লক্ষ লক্ষ মানুষ কবে কিভাবে ফিরবেন তা বলতে পারছেন না কেউ। আকাশ পথে ১০টি করে ফ্লাইট পরিচালনাও ২২ জুলাই সন্ধ্যার পরে বন্ধ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ