Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে বাজেটোত্তর বিনিয়োগ ভাবনা

মোহাম্মদ মনিরুল ইসলাম | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

মাহাবুব (ছদ্ম নাম) সাহেব প্রতিদিনই হাউসে যান। এটি তার অভ্যাস। দুপুরবেলা বেয়ারার এক কাপ র চা আর বিস্কুট মাঝে মাঝে সিঙ্গারা, ছমুচা, কেকও থাকে। আর শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে বসে সময় কাটাতে তার ভালই লাগে। মনে মনে ভাবেন, ২০১০ সালের কথা। বাজার কতটা চাঙা ছিল। আজ এ শেয়ার তো কাল আর এক শেয়ার কিনেছেন-দাম বেড়ে দ্বিগুণ-তিনগুণ হয়েছে। বিক্রি করে প্রচুর লাভ করেছেন। কিন্তু সময়মতো বাজার থেকে বের হতে পারেননি। তাই লাভের টাকা ধরে রাখতে পারেননি। যা-ই হোক, শেয়ারবাজারে সেই ব্যবসা এখন আর নেই । গত দশ-এগার বছর ধরে বাজার একেবারে নিস্তেজ, নিষ্প্রাণ। মাহাবুব সাহেব জানেন, এটাকে বলা হয় বিয়ারিশ মার্কেট। তবে তাঁর মতে, বাজারের এই আচরণকে ভাল্লুকের সঙ্গে তুলনা করা ঠিক হবে না, এটি কচ্ছপের মতো ধীরলয়ে চলছে, শম্বুক গতিও বলা চলে। বর্তমান বাজার তার কাছে বানরের সেই তৈলক্ত বাঁশে ওঠা গল্পের মতো। ব্যবসা করা কঠিন, সূচক একদিন বাড়ে তো তিনদিন পড়ে। মাঝে মাঝে সিদ্ধান্ত নেন শেয়ার ব্যবসা ছেড়ে দেবেন। তবে ভালো করে খোঁজ-খবর নিয়ে দু-একটা আইটেম কিনে পিছনের লোকসানটা পুশিয়ে নিয়ে। তাই হাউসে আসেন, খোঁজ-খবর রাখেন।

যোগাযোগটা ভালো রাখেন হাউজের বেয়ারার সঙ্গে। কারণ, এর আগে যত নিউজ পেতেন তার সবই তার মাধ্যমেই পেতেন, এই মার্কেটের তথাকথিত দরবেশ, আউলিয়াদের সঙ্গেও এর যোগাযোগটা খুব ভালো। ইতোমধ্যে বাজেট পাশ হলো। পাশ হওয়া অর্থবিলে-শেয়ারবাজারে প্রশ্নাতীতভাবে কালোটাকা সাদা করার ঢালাও সুযোগই শেষ পর্যন্ত রাখা হলো। এত দিন ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করা গেলেও তা বাড়িয়ে এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিটসহ বিভিন্ন ইন্সট্রুমেন্টে বিনিয়োগের ক্ষেত্রে ২৫ শতাংশ কর প্রদান করতে হবে। শুধু তা-ই নয়, ওই করের ওপর বাড়তি ৫ শতাংশ জরিমানাও গুণতে হবে। এই জরিমানার বিধান আগে ছিল না। ২৫ শতাংশ কর ও করের ওপর ৫ শতাংশ জরিমানা দিলে সব মিলিয়ে কর দাঁড়ায় ২৬ দশমিক ২৫ শতাংশ। আবার কালোটাকায় কেনা শেয়ার এক বছরের মধ্যে বিক্রি হলে সে ক্ষেত্রে জরিমানা দিতে হবে ১০ শতাংশ হারে। তবে বরাবরের মতো এবারও কালোটাকা সাদা করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছাড়া অন্য কোনো সংস্থা এ নিয়ে প্রশ্ন করবে না। মাহাবুুব সাহেব ভেবে দেখলেন, কেউ প্রশ্ন করুক বা না করুক-জরিমানার পরিমাণের দিক থেকে সুযোগটি আগের চেয়ে কঠিন হয়েছে। এই শর্তাদি মেনে কালোটাকার মালিকেরা শেয়ারবাজারে বিনিয়োগ করবে কিনা সেটি ভেবে দেখার বিষয়।

আমাদের দেশে কালোটাকার মালিকেরা বিনিয়োগের চেয়ে টাকা পাচারই বেশি নিরাপদ মনে করেন। ইতিহাস ও পরিসংখ্যান এমনই বলছে। তাই মাহাবুব সাহেব নতুন করে তার সিদ্ধান্তের জায়গা থেকে কিছুটা সরে আসলেন। মাথা থেকে কালোটাকার অলীক চিন্তা ঝেড়ে ফেলে, নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর মধ্যে তিনি পত্রিকান্তরে জানতে পারলেন, ভারতের শেয়ারবাজারের সূচক বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ব্লুচিপ কোম্পানিগুলোর শেয়ারের সূচক নিফতি ৫০, ১৫ জুন মঙ্গলবার ১৫ হাজার ৯০১ পয়েন্ট ছাড়িয়েছে। এছাড়া বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) এসঅ্যান্ডপি সেনসেক্স সূচক বৃদ্ধি পেয়ে ৫২ হাজার ৮৬৯ পয়েন্ট অতিক্রম করেছে। দুটো সূচকই এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অথচ দেশটি বিশ্বে করোনায় আক্রান্তে শীর্ষ দ্বিতীয় অবস্থানে। শুধু এই করোনাকালীনই নয়, ১৯৯১-এর পর আর্থিক প্রবৃদ্ধির গতি গত কয়েক বছর ধরেই সবচেয়ে ধীর বা তলানিতে। গত পাঁচ দশকের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি, ফলে বেড়েছে দারিদ্র্য। এক কথায় অর্থনীতি বিপর্যস্ত। কিন্তু এর মধ্যেও শেয়ারবাজারের গতি ঊর্ধ্বমুখী, যা এই করোনাকালীন ভঙ্গুর অর্থনীতিতে জনসাধারণের প্রত্যাশার বাইরে।

তবে কেন ভারতের শেয়ারবাজারের এই উল্লম্ফন। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী এখন ধনসম্পদের মূল্যবৃদ্ধির প্রবণতা চলছে। ভারতও ওই ধারার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে। তারল্য তথা নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ড আবার শুরু হবে এমন আশাবাদ দেখা দেওয়াতেই মূলত এমনটা ঘটছে। মাহাবুব সাহেবের মনে প্রশ্ন, বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার নিরিখে আমরা ভারতের চেয়ে এগিয়ে। বিশেষ করে জাতীয় মাথাপিছু আয়, যা এখন বাংলাদেশের ২ হাজার ২২৭ ডলার, রেকর্ড পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন ডলার। রিজার্ভের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পেছনেই রয়েছে বাংলাদেশ। আর বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৪তম। করোনার ধাক্কা কাটিয়ে পণ্য রপ্তানি আয়ও ঘুরে দাঁড়িয়েছে। গত অর্থবছরে ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের রপ্তানি হয়েছে। এই আয় ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। করোনার আগে গত এক দশক ধরে ব্যাপক দারিদ্র্যহ্রাস, সর্বোপরি বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে।

যদিও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা সরকারি তথ্য নিঃসন্দেহে আগের মতো এখন আর জনমনে গ্রহণযোগ্য নয়। দেখা যাক, আন্তর্জাতিক সংস্থাগুলো কী বলছে, বিদায়ী ও চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ। আর চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৫ দশমিক ১ শতাংশ। গত ৬ এপ্রিল আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক প্রতিবেদন বলছে, চলতি ২০২১ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ৫ শতাংশ ও ২০২২ সালে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন হবে। অন্যদিকে জাতিসংঘের এসকাপ তাদের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি ২০২০-২১ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। এভাবে যেখানে বড় বড় দাতা সংস্থা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে চলছে। সেখানে বাংলাদেশের শেয়ারবাজার হতাশায় খাবি খাচ্ছে। মাহাবুব সাহেব খুব বিষ্মিত হলেন। তাই তিনি ভারত ও বাংলাদেশের শেয়ারবাজারের মধ্যে মৌলিক পার্থক্য খুঁজতে থাকলেন।

ভয়াবহ বিপর্যস্ত অর্থনীতির মধ্যেও ভারতীয়রা শেয়ারবাজারে তাদের বিনিয়োগকৃত কোম্পানির ওপর ভরসা করতে পারছে। তাদের প্রত্যাশা তারা যে কোম্পানির অংশীদারিত্ব কিনেছেন তা নিশ্চয়ই দীর্ঘমেয়াদে ভালো করবে। অধিক মুনাফা দেবে। এভাবে সবার প্রত্যাশার প্রতিফলনই শেয়ারবাজারকে ঊর্ধ্বমুখী করেছে। অন্যদিকে মাহাবুব সাহেব বিনিয়োগকৃত কোম্পানির ওপর বিশ্বাস তো দূরের কথা, ইদানীং তিনি যে হাউসে ব্যবসা করেন, সেখানেই হয়তবা ঝুঁকিতে আছেন বলে তিনি মনে করেন। কারণ, অতি সম্প্রতি বানকো সিকিউরিটিজ ও এর আগে ক্রেষ্ট সিকিউরিটিজ কর্তৃক বিনিয়োগকারীদের টাকা পয়সা তছরুপ। অবশেষে মালিক পক্ষের দেশ ছেড়ে পালানোর চেষ্টা। ফলে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে। এমনিতেই বিনিয়োগকারীরা বড় বড় রাঘব বোয়ালদের কারসাজির অংশ হয়ে আজ গিনিপিগে পরিণত হয়েছেন। মাহাবুব সাহেবের চিন্তার পারদ ঊর্ধ্বমুখী। তিনি যে ব্রোকার হাউসের মাধ্যমে শেয়ার কেনাবেচা করেন, তারাই যদি টাকা পয়সা আত্মসাৎ করেন, বিনিয়োগকারীরা কোথায় যাবেন? তবে আশার কথা হলো, বর্তমান কমিশন যেকোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। বানকো সিকিউরিটিজের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। আশা করা যায়, দ্রুত তাকে বিচারের মুখোমুখি করা হবে। মাহাবুব সাহেব পার্থক্য কিছুটা খুঁজে পেলেন। আর সেটি হলো-আস্থা, সুশাসন ও প্রত্যাশার। তবে নতুন কমিশনের ওপর তিনি আস্থা রাখতে চান। কারণ, তারা দায়িত্ব নেয়ার পরই শেয়ারবাজার কিছুটা গতি ফিরে পেয়েছে। দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ডন গ্লোবালের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মরিটস পট বলেন, বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি সাফল্য রয়েছে। লঙ্কাবাংলা সিকিউরিটিজের এক প্রতিবেদনে দেখা যায়, গত বছর বাংলাদেশের শেয়ারবাজার থেকে রিটার্ন এসেছে এশিয়ার তুলনীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশের শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীদের রিটার্ন এসেছে ২১ দশমিক ৩ শতাংশ। বিদেশি বিনিয়োগ বাজারের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। ফলে বাজারের গভীরতা বাড়বে ও লেনদেনে থাকবে চাঙাভাব। মাহাবুব সাহেব কিছুটা আশান্বিত হলেন। তবে ভয়ও পাচ্ছেন। কারণ, গত জুন মাসে দেশের শেয়ারবাজারে রেকর্ড লেনদেন হয়েছে, যা ৪৩ হাজার কোটি টাকার ওপরে। জুন মাসে লেনদেন হওয়া ২২ দিনের মধ্যে ১২ দিনই দুই হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। আর প্রতি কার্য দিবসে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৮ কোটি টাকা। এর আগে ২০১০ সালের জুন মাসে লেনদেন হয় ৩৮ হাজার ৭৭৪ কোটি টাকা।

কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তো বারবার বলেই আসছেন, আমাদের শেয়ারবাজারে কিছু দিনের মধ্যে লেনদেন ছাড়াবে ৫ হাজার কোটি টাকার ওপরে। লেনদেন যদি একটি বাজারের মুখ্য বিষয় হয়। তাহলে ভেবে দেখার বিষয় হলো-কোথায় কোন খাতে লেনদেন হচ্ছে। নির্দিষ্ট কিছু দুর্বল, রুগণ মৌলভিত্তি সম্পন্ন খাত-বিমা, বস্ত্র অথবা কোনো গ্রুপের নির্দিষ্ট কিছু কোম্পানির শেয়ার এমনকি সদ্য ওটিসি মার্কেট থেকে ফেরা বন্ধ, দুর্বল কোম্পানির শেয়ার বছরব্যাপী লেনদেনের ও দর বাড়ার শীর্ষে। বিশেষজ্ঞদের মতে, এটি কোনোভাবেই কারসাজির অংশ ছাড়া কিছু নয়। কমিশনের এ বিষয়ে আরও তৎপর হতে হবে। খতিয়ে দেখতে হবে-কোথায় কারসাজি হচ্ছে। লেনদেন বা বিনিয়োগ হচ্ছে ঠিকই, তবে তা গুণগত মানের হচ্ছে কি? ভালো মানের শেয়ারে লেনদেন না হলে এই লেনদেন বা সূচকের স্থায়িত্ব নিয়ে শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। লক্ষ করা যাচ্ছে, ভালো মৌলভিত্তি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ নেই। আগ্রহের শীর্ষে রয়েছে ওই সমস্ত ছোট মূলধনী কোম্পানির জাঙ্ক শেয়ারে, যা সবসময়ই মাহাবুব সাহেবদের কাছে আকর্ষণীয় হলেও বিশেষজ্ঞ বা প্রকৃত বিনিয়োগকারীদের কাছে ঝুঁকিপূর্ণ এবং বছর শেষে লোকসান গুণতে হবে।
লেখক: পুঁজিবাজার বিশ্লেষক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন